দুর্গাপুর, 2 মে : আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে পাঠাতে বিমানবন্দর কর্তৃপক্ষ সবরকম ব্যবস্থা করেছে ৷ এ দিন এমনটাই জানালেন, অণ্ডাল বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল ৷ জানালেন প্রথমবার এমন অভিজ্ঞতা হয়েছে তাদের ৷ সেই অনুযায়ী, বিমানবন্দর কর্তৃপক্ষ আহত যাত্রীদের হাসপাতালে পৌঁছতে এবং অন্যান্য যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তিনি ৷ আহত যাত্রীরা সকলেই ভাল আছেন বলে জানান ডিরেক্টর (Situation is Normal in Mid Air Turbulence Case Says Andal Airport Director) ৷
রবিবার সন্ধ্যায় মুম্বই থেকে অণ্ডাল আসা স্পাইস জেটের বিমান ঝড়ের কবলে পড়ে ৷ মাঝ আকাশেই বিমানের মধ্যে সিটবেল্ট ছিঁড়ে এবং বাঙ্কার ভেঙে আহত হন 15 জন যাত্রী ৷ এই ঘটনায় বিমান অবতরণের পর যাত্রীদের নিরাপদে উদ্ধার করা একটা বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান অণ্ডাল বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল ৷ আহতদের জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয় ৷ এমনকি বিমানের অন্যান্য যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থাও করে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷