পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বকেয়া বেতনের দাবিতে ইসিএলের বিরুদ্ধে আন্দোলন নিরাপত্তারক্ষীদের - ইসিএলের বিরুদ্ধে আন্দোলন নিরাপত্তারক্ষীদের

মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে অন্ডালের বাকোলা এরিয়া অফিসের সামনে বিক্ষোভ দেখায় এই নিরাপত্তারক্ষীরা ৷ এই আন্দোলনকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন ৷

বকেয়া বেতনের দাবিতে ইসিএলের বিরুদ্ধে আন্দোলন নিরাপত্তারক্ষীদের
বকেয়া বেতনের দাবিতে ইসিএলের বিরুদ্ধে আন্দোলন নিরাপত্তারক্ষীদের

By

Published : May 11, 2021, 9:00 PM IST

দুর্গাপুর, 11 মে : টানা ছয় মাস ধরে বেতন না পেয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ইসিএলের বাকোলা এলাকার 9 টি কোলিয়ারির প্রায় একশো খানেক বেসরকারি নিরাপত্তারক্ষীর । বারবার বলেও কাজ না হওয়ায় এবার অন্ডালের বাকোলা এলাকার অফিসের সামনে বিক্ষোভ শুরু করে ৷

তিনটি খোলা মুখ খনি সহ নয়টি কোলিয়ারি অফিসে নিরাপত্তা সামলানোর কাজ করত নিরাপত্তারক্ষীরা ৷ ছয়মাস বেতন না পেয়ে এই কোভিড আবহে আর্থিক ক্ষতির মুখে পড়ে তারা ৷ সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ে ৷ মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে অন্ডালের বাকোলা এরিয়া অফিসের সামনে বিক্ষোভ দেখায় এই নিরাপত্তারক্ষীরা ৷ এই আন্দোলনকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন ৷

আরও পড়ুন : হাওড়ায় টাকার বিনিময়ে ভ্যাকসিনের লাইন বিক্রি, আটক বেশ কয়েকজন

বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস মিললেও, দুই একদিনের মধ্যে তাদের প্রতিশ্রুতি না রাখা হলে বড় আন্দোলনের পথে নামবেন নিরাপত্তারক্ষীরা ৷ এমনটাই জানান তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details