দুর্গাপুর, 1 জুন : চিটফান্ড সংস্থা রোজভ্যালির বিজ্ঞাপন এখনও জ্বলজ্বল করছে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে। ভুল বার্তা যাচ্ছে সমাজে । এবিষয়ে উদাসীন হোডিংগুলির দায়িত্বপ্রাপ্ত দুর্গাপুর পৌরনিগম ৷
দুর্গাপুরে এখনও রোজভ্যালির বিজ্ঞাপন, উদাসীন পৌরনিগম - রোজভ্যালি
দুর্গাপুরের সিটি সেন্টারে এখনও হোর্ডিংয়ে জ্বলজ্বল করছে রোজভ্যালির বিজ্ঞাপন । যা দেখে সমাজের একাংশ জনগণ মনে করছেন এই হোর্ডিং-এর মধ্যে দিয়ে ভুল বার্তা যাচ্ছে সমাজে ।
বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালি । এই সংস্থার অর্থলগ্নি নিয়ে কম জল ঘোলা হয়নি রাজ্যে । শুধু পশ্চিমবঙ্গ নয় প্রতিবেশী রাজ্যগুলিতেও রোজভ্যালি গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করেছিল । বর্তমানে এই অর্থলগ্নি সংস্থার কর্ণধার সহ অনেকেই বিচারাধীন বন্দী । কিন্তু দুর্গাপুরের সিটি সেন্টারে এখনও হোর্ডিংয়ে জ্বলজ্বল করছে রোজভ্যালির বিজ্ঞাপন । যা দেখে সমাজের একাংশ জনগণ মনে করছেন এই হোর্ডিং-এর মধ্যে দিয়ে ভুল বার্তা যাচ্ছে সমাজে ।
দুর্গাপুর পৌরনিগমের কমিশনার পুষ্পেন্দু মিত্রকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, "লকডাউনের জন্য কাজ আটকে আছে ৷ দ্রুত আমরা ওই হোডিং ভেঙ্গে ফেলবো ।"