অন্ডাল, 20 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও কমছে না সিন্ডিকেটের দাপট ৷ এবার অন্ডাল বিমানবন্দরে যাওয়ার রাস্তা তৈরি নিয়ে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ । যার জেরে অন্ডাল বিমানবন্দরের ভিতরে যাওয়ার মূল রাস্তা তৈরির কাজ শুরুর আগেই বন্ধ হয়ে গেল ৷
কয়েকদিন আগেই দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্ডাল বিমাননগরীকে কেন্দ্র করে নানা পরিকল্পনা তুলে ধরেন ৷ অন্ডাল বিমানবন্দর থেকে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সঙ্গে স্পিড বাস, মনোরেল সংযোগের ইচ্ছেও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ দুই নম্বর জাতীয় সড়ক থেকে বিমানবন্দরের ভিতরে 4.5 কিলোমিটার নতুন করে রাস্তা তৈরির কাজ শুরু হওয়ার কথা ছিল আজ থেকে । রাজ্যের পূর্ত দপ্তরের উদ্যোগেই এই রাস্তা তৈরির বরাত পায় একটি বেসরকারি ঠিকাদারি সংস্থা । অভিযোগ, আজ সকালে রাস্তা তৈরির জন্য নির্মাণ সামগ্রী নিয়ে অন্ডালে পৌঁছাতেই স্থানীয় সিন্ডিকেটের লোকেরা এসে গাড়িগুলিকে দাঁড় করিয়ে দেয় । এবং ঠিকাদারি সংস্থার কর্ণধার রাজু পালকে বলে, রাস্তা তৈরির জন্য নির্মাণ সামগ্রী ওই নির্দিষ্ট সিন্ডিকেটের কাছ থেকেই নিতে হবে । নাহলে বন্ধ থাকবে কাজ ৷