দুর্গাপুর, 2 এপ্রিল:1908 সাল থেকে চলছে পানীয় জলের সমস্যা ৷ জলের জন্য চাতকের মত আজও বসে খনি অঞ্চলের বাসিন্দারা । তাই গরম পড়তেই ফের পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। পানীয় জলের দাবিতে অন্ডালের কাজোড়া গ্রামের বাসিন্দারা অবরোধ করলেন কাজোড়া- বহুলা যাওয়ার রাস্তা ।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় জলের সমস্যা বহুদিনের ৷ গরম পড়লেই গ্রামে পানীয় জলের সমস্যা দেখা দেয় ৷ এই কারণে তারা ইসিএল-এর কাছে প্রতিদিন 30 ট্যাঙ্কার জল পাঠানোর আবেদন জানিয়েছিল ৷ গত বছর অবধি 20 ট্যাঙ্কার করে জল পাঠালেও এই বছর হঠাৎ তার সংখ্যা কমে 8 হয়ে গিয়েছে ৷ ফলে জল পাচ্ছেন না এলাকার বেশিরভাগ বাসিন্দাই৷ এমনকি যে জল পাঠানো হচ্ছে তা পানের যোগ্য নয় বলে অভিযোগ করেছেন তাঁরা ৷