দুর্গাপুর, 22 মে : পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে পথ অবরোধ তৃণমূলের (Road Block by TMC for Protest of Fuel Price Hike in Durgapur) ৷ দুর্গাপুর পৌরনিগমের বরো চেয়ারম্যান তথা 29 নং ওয়ার্ডে কাউন্সিলর সুনীল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মুচিপাড়া-বাঁকুড়া রাজ্যসড়ক অবরোধ করে স্থানীয় তৃণমূল কর্মীরা ৷
রবিবার সকালে দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ড তৃণমূলের তরফে দুর্গাপুরের সগরভাঙ্গায় মুচিপাড়া-বাঁকুড়া রাজ্যসড়কের মাঝের মোড়ে অবরোধ করা হয় ৷ প্রায় 15 মিনিট পথ অবরোধ করে এই বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা ৷ পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে হওয়া অবরোধ-বিক্ষোভে নেতৃত্ব দেন দুর্গাপুরের বরো চেয়ারম্যান সুনীল চট্টোপাধ্যায় ৷ প্রতিবাদ কর্মসূচিতে রাস্তার উপরেই উনুন ধরিয়ে লুচি ভাজেন তৃণমূল কর্মীরা ৷