দুর্গাপুর, 8 জুন : ‘‘আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই ।’’ মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে রীতিমতো আপ্লুত রেণু খাতুন ৷ এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করলেন তিনি (Renu Khatun wants to meet Mamata Banerjee) ৷
পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা রেণু খাতুন ৷ তিনি সরকারি নার্সের চাকরি পেয়েছেন ৷ কিন্তু চাকরি করলে তিনি সংসার করবেন এই সন্দেহের বশে তাঁর স্বামী হাত কেটে নেন ৷ বুধবার এই নিয়ে মুখ্যমন্ত্রী জানান, মোট তিনভাবে রেণুকে সাহায্য করা হবে । প্রথমত, রেণুকে একটি কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করা হবে ৷ পাশাপাশি যেহেতু প্যানেলে তাঁর নাম 22 নম্বরে আছে, ফলে এক জায়গায় বসে তিনি কাজ করতে পারবেন, এমন কোনও কাজই তাঁকে দেওয়া হবে । আর তাঁর চিকিৎসার খরচ ফিরিয়ে দেওয়া হবে সরকারের তরফে ৷