পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"ঘরের ছেলে ঘরে ফিরেছে", প্রার্থী হয়ে বললেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া - loksabha election

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা সুরিন্দর এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী।  প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর দিল্লি থেকে ETV ভারতকে বলেন, "ঘরের ছেলে ঘরে ফিরে আসছে।"

সুরিন্দর সিং আলুওয়ালিয়া

By

Published : Apr 7, 2019, 6:02 PM IST

দুর্গাপুর, ৭ এপ্রিল : "ঘরের ছেলে ঘরে ফিরে আসছে।" বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর দিল্লি থেকে ETV ভারতকে প্রথম ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে এ কথা বলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। ২০১৪ সালে দার্জিলিং থেকে জিতেছিলেন তিনি। পরে কেন্দ্রে প্রতিমন্ত্রী হন। আদতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা সুরিন্দর এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী।

সুরিন্দর বলেন, "আমার জন্ম ওখানে (পশ্চিম বর্ধমান)। বর্ণপরিচয় থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় সবটাই বর্ধমান জেলায়। আমায় যারা চেনে তারা জানেন আমি সব কিছু শিখেছি ওই জেলা থেকেই। এমনকি আমার স্ত্রী মণিকা ব্যানার্জির বাড়িও দুর্গাপুরে।"

সাংসদ হলে দুর্গাপুরের বন্ধ কারখানা নিয়ে সংসদে সরব হবেন কি না, প্রশ্নের উত্তরে তিনি বলেন, "নির্বাচনের আগে নরেন্দ্র মোদি দুর্গাপুরে গেছিলেন। সেখানে গিয়ে তিনি দুর্গাপুরের সমস্ত কিছুই জেনে এসেছেন। তিনি যখন যেখানে যান সেই অঞ্চলের খবর নিয়ে ফেরেন। আর সেই ভেবেই তো তিনি আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তবে আমার লোকসভা কেন্দ্রে শুধু দুর্গাপুর নয়, বর্ধমানও আছে। সেখানকার মন্তেশ্বর, ভাতার, গলসি এইসব এলাকাও আছে। তাই আমার কেন্দ্রে কৃষি প্রধান, গ্রামীণ, স্মার্ট সিটি দুর্গাপুর এবং শিল্পাঞ্চল সব আছে। তাই আমি চাইব সমস্ত কিছু নিয়ে, লেটেস্ট টেকনোলজি দিয়ে উন্নয়ন করতে।"

আপাতত দিল্লিতে আছেন সুরিন্দর। জানালেন রাজ্যে ফিরে আগামীকাল থেকেই প্রচার শুরু করবেন।

ABOUT THE AUTHOR

...view details