পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

তৃণমূলের প্রচারে হেলিকপ্টারে এলেন প্রাক্তন ফুটবলাররা, ভাড়া দিলেন "দিদি" ! - goutam sarkar

গতকাল দুর্গাপুরে ভোট প্রচারে এলেন গৌতম সরকার, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অ্যালভিটো ডি-কুনহো, রহিম নবি সহ ১২ জন ক্রীড়া নক্ষত্র তথা প্রাক্তন ফুটবলার । এই প্রাক্তন ফুটবলাররা গতকাল দুর্গাপুর "খেলাশ্রী" প্রকল্পে আর্থিক অনুদান পাওয়া ক্লাবগুলির সমন্বয় কমিটির আহ্বানে পদযাত্রায় সামিল হলেন ।

প্রচারে এলেন গৌতম সরকার, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অ্যালভিটো ডি-কুনহো, রহিম নবি সহ ১২ জন ক্রীড়া নক্ষত্র

By

Published : Apr 21, 2019, 7:50 AM IST

দুর্গাপুর, 21 এপ্রিল : লোকসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়েছে বেশ কয়েকদিন আগেই । দ্বিতীয় দফার নির্বাচন শেষ হয়েছে । অপেক্ষা বাকি পাঁচ দফার । চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে । এর মাঝে গতকাল দুর্গাপুরে ভোট প্রচারে এলেন ১২ জন ক্রীড়া নক্ষত্র তথা প্রাক্তন ফুটবলার । এসেছিলেন গৌতম সরকার, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অ্যালভিটো ডি-কুনহো, রহিম নবিরা । এই প্রাক্তন ফুটবলাররা গতকাল দুর্গাপুর "খেলাশ্রী" প্রকল্পে আর্থিক অনুদান পাওয়া ক্লাবগুলির সমন্বয় কমিটির আহ্বানে পদযাত্রায় সামিল হলেন । স্লোগান দিলেন, "দিদি তুমি দিল্লি চল, আমরা তোমার সাথে আছি ।" তবে প্রচারে আসা প্রাক্তন ফুটবলারদের হেলিকপ্টার অবতরণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা । উদ্যোক্তাদের দাবি, "খোদ দিদি এদের হেলিকপ্টার ভাড়া করে পাঠিয়েছেন ।"

"খেলাশ্রী" প্রকল্পে আর্থিক অনুদান পাওয়া ক্লাবগুলির সমন্বয় কমিটির আহ্বানে পদযাত্রা দুর্গাপুরে

এই বিষয়ে CPI(M) নেতা পঙ্কজ রায় সরকার বলেন, "হেলিকপ্টারের অনুমোদন ছিল কি না তা আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাইব ।" পাশাপাশি পঙ্কজবাবুর প্রশ্ন, এই হেলিকপ্টারের খরচ কি নির্বাচনের খরচের তালিকায় যুক্ত হবে? তিনি বলেন, "এই মিছিল অরাজনৈতিক বলে প্রচার করা হলেও খেলাশ্রী প্রকল্পের ব্যানার, TMC-র পোস্টার নিয়ে হয়েছে । তাহলে এর খরচটাও তো ধরতে হবে কমিশনকে ।" প্রায় একই অভিযোগ তোলা হয় BJP-র পক্ষ থেকেও ।

অবশ্য বিরোধীদের দাবি খারিজ করে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের জবাব, "বিরোধীরা অযথা বিরোধিতা ছেড়ে সংগঠনে মন দিক । আমাদের কাছে হেলিকপ্টার নামার বৈধ অনুমোদন ছিল ।" তিনি আরও বলেন, "ছোটো ছোটো চৌকিদার ও কমরেডবাবুরা আসুন দেখে যান হেলিকপ্টারের অনুমতি নেওয়া হয়েছে । আর এদের নিয়ে এসেছে ক্লাব সমন্বয় কমিটি । আমরা সাহায্য করেছি মাত্র ।"

ABOUT THE AUTHOR

...view details