দুর্গাপুর, 2 মে : রবিবার সন্ধ্যায় মুম্বই-অণ্ডাল বিমান মাঝআকাশে দুর্ঘটনার কবলে পড়ে ৷ ঝড়ের কারণে বেশ কয়েকবার ঝাঁকুনি দিয়ে ভেঙে পড়ে যাত্রীদের আসনের উপরে থাকা বাঙ্কার ৷ জানা গিয়েছে, সেই সময় বেশ কয়েকজন যাত্রীর সিট বেল্ট বাঁধা ছিল না ৷ বিমান অবতরণের সময় কেন ওই যাত্রীদের সিট বেল্ট খোলা ছিল ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে (Question Arise on Safety Measures of Flight in Andal Mid Air Turbulence) ৷ এমনকি এ দিন অণ্ডালে বিমান ধরতে আসা যাত্রীরাও সেই প্রশ্নই তুলেছেন ৷ যার কোনও উত্তর বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে পাওয়া যায়নি ৷
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মুম্বই থেকে আসা স্পাইস জেটের বিমান অণ্ডাল বিমানবন্দরে অবতরণের সময় ঝড়ের কবলে পড়ে ৷ যার জেরে মাঝ আকাশেই বিমানে ঝাঁকুনি হতে শুরু করে ৷ সিট বেল্ট ছিঁড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন ৷ আর বিমানের ভিতরে থাকা লাগেজের বাঙ্কার ভেঙে যাত্রীদের মাথায় পড়ে ৷ যে ঘটনায় 15 জন যাত্রী আহত হয়েছেন ৷ জানা গিয়েছে, অবতরণের সময় কয়েকজন যাত্রীর সিট বেল্ট খোলা ছিল ৷ সেখানেই বিমানের ভিতরে উপস্থিত কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷ তাঁরা কেন যাত্রীদের সতর্ক করেননি এ নিয়ে ? কারণ এর ফলে প্রাণহানির আশঙ্কাও থেকে যায় ৷