দুর্গাপুর, 9 সেপ্টেম্বর:প্রয়াত হয়েছেনব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। কিন্তু রানির বহু স্মৃতি আজও অমলিন দুর্গাপুরবাসীর কাছে । 1957 সালে দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা প্রতিষ্ঠা পায় । 1958 সালে তৎকালীন রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্রপ্রসাদের হাত ধরে শুরু হয় দুর্গাপুর ইস্পাত কারখানার প্রজেক্টের কাজ ৷ আর 1961 সালের 20 ফেব্রুয়ারি দুর্গাপুর ইস্পাত কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর স্বামী ৷ রানির এই ঝটিকা সফরকে ঘিরে সেইসময় চরম উচ্ছ্বাস আর বাঁধভাঙা উন্মাদনায় ভাসে দুর্গাপুরবাসী (Durgapur steel factory)।
রানির (Queen Elizabeth II dies) থাকার জন্য যুদ্ধকালীন তৎপরতায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের দ্বারা নির্মিত হয় রানি হাউস । সবুজ ঘাসের লন থেকে শুরু করে ঝাঁ চকচকে এই রানি হাউসের উদ্বোধন করেন রানি দ্বিতীয় এলিজাবেথ । ভিজিটার বুকেও প্রথম স্বাক্ষর তাঁরই ।
আজ সেই হাউসের নামকরণ করা হয়েছে দুর্গাপুর হাউস । বহু রাষ্ট্রনেতা থেকে এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - বহুবার এই অথিতিশালাতেই বহু সময় কাটিয়েছেন । রানি দ্বিতীয় এলিজাবেথ এই রানি হাউসের সামনেই দুর্গাপুরের মহিলাদের দেওয়া সম্বর্ধনা গ্রহণ করেছিলেন । সেইসময় মহিলারা রানির হাতে দুর্গাপুর শহরের একটি মডেল তুলে দেন । তারপর রানি তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে বিলাসবহুল হুডখোলা গাড়িতে চড়ে অধুনা দুর্গাপুর স্টিল টাউনশিপের আনন্দ বিহার, অরবিন্দ অ্যাভিনিউ, নেতাজি ভবনের পাশ দিয়ে কনিষ্ক রোড ধরে যে রাস্তা লিংক রোড বলে পরিচিত, সেই রাস্তা ধরেই গিয়েছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানায় । বহু উৎসুক জনতা ব্রিটিশ রানি এলিজাবেথকে দেখার জন্য রাস্তার পাশে ভীড় জমিয়েছিলেন ।