দুর্গাপুর, 19 এপ্রিল :দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের ভাইপোকে নিয়ে পোস্টার পড়ল শিল্পাঞ্চলে । বছর দুয়েক আগে লক্ষণ ঘোড়ুইয়ের ভাইপো সহদেব ঘোড়ুইয়ের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে (BJP MLA's nephew rape accused two years ego) ৷ মাদক খাইয়ে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি উদ্যানে নিয়ে গিয়ে ঘরের ভেতরে ধর্ষণ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ যার তদন্ত আজও চলছে (Case is under investigation) ।
এবার ধর্ষণে অভিযুক্ত সহদেব ঘোড়ুইয়ের নামে পোস্টার পড়ল দুর্গাপুর বাস স্ট্যান্ডে । পোস্টারে লেখা রয়েছে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের ভাইপো সহদেব ঘোড়ুই এখনও কেনও অধরা, জবাব চাইছে দুর্গাপুরবাসী (Poster against Rape accused demanding arrest in Durgapur) । দুর্গাপুর নাগরিক সমাজের নামে লেখা এই পোস্টারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।