দুর্গাপুর, 7 জানুয়ারি: মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর । দুর্গাপুরের ঘটনা । মৃত পুলিশকর্মীর নাম প্রকাশ কর্মকার (30) । তিনি জামুড়িয়ার বাসিন্দা ছিলেন । তিনি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP হেডকোয়ার্টারের আবাসনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্তব্যরত ছিলেন ।
ট্রাকের ধাক্কায় মৃত্যু পুলিশকর্মীর - police died by road accident in asansol
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP হেডকোয়ার্টারের আবাসনে নিরাপত্তারক্ষী পথ দুর্ঘটনায় মারা যান । মৃত পুলিশ কর্মীর নাম প্রকাশ কর্মকার । কেন্দা মোড়ে একটি ট্রাক এসে পিছন থেকে তাঁর বাইকে ধাক্কা মারে ।
ট্রাকের ধাক্কায় মৃত পুলিশ
কাজ শেষ করে রানিগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন ওই পুলিশকর্মী । ফেরার পথে কেন্দা মোড়ে তাঁর বাইকে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয় । বাইক নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন প্রকাশবাবু । তবে স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে ধরতে পারেননি ।
দ্রুত ওই পুলিশকর্মীকে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । আপাতত ময়নাতদন্তের জন্য তাঁর দেহ হাসপাতালেই রাখা হয়েছে ।
TAGGED:
police died in durgapur