দুর্গাপুর, 12 সেপ্টেম্বর : বুদবুদ থানার অন্তর্গত দেবশালার পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সির ছেলে চঞ্চল বক্সি মঙ্গলবার খুন হন । সেই মামলাতেই চারজনকে আটক করেছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ চলছে ৷
আউশগ্রাম থেকে দলীয় কর্মীর বাড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন বাবা-ছেলে ৷ সেই সময় বুদবুদ এবং আউশগ্রাম থানার মাঝামাঝি ভাতকুন্ডা জঙ্গলে দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় । ঘটনাস্থলে লুটিয়ে পড়েন চঞ্চল । পরে মৃত্যু হয় তাঁর ৷ উত্তপ্ত হয়ে ওঠে দেবশালা অঞ্চল ।
অভিযুক্তরা 15 দিনের মধ্যে গ্রেফতার না হলে ভয়ঙ্কর খেলা হবে বলে হুঙ্কার দিয়েছিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । শনিবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং পূর্ব বর্ধমানের পুলিশ সুপারকে নিয়ে একটি বৈঠক হয় দুর্গাপুরে । মূল অভিযুক্তদের গ্রেফতারের জন্য চারজন সন্দেহভাজন দুষ্কৃতীদের আটক করা হয় । জিজ্ঞাসাবাদ চলছে তাদের ৷
দেবশালার পঞ্চায়েত প্রধানের ছেলের খুনের ঘটনায় চারজনকে আটক করল পুুলিশ প্রাথমিক ভাবে জল্পনা তৈরি হয়েছে, পঞ্চায়েতের বিভিন্ন কাজের বরাত পাওয়া নিয়েই কি খুন হতে হল চঞ্চলকে ? আরও প্রশ্ন, এই খুনের ঘটনায় যে চারজনকে আটক করা হয়েছে তাদের কি মোটা টাকার বিনিময়ে এই খুনের সুপারি দেওয়া হয় ? আউশগ্রাম ও বুদবুদ থানার পুলিশের হাতে এই তথ্য আসছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে । খুব তাড়াতাড়ি মূল অভিযুক্তরা পুলিশের জালে ধরা পড়বে আশাবাদী আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশ । তবে বীরভূমের জেলা সভাপতির দেওয়া সময়সীমার আগেই সন্দেহভাজনদের আটক করা দুই জেলার পুলিশের কাছেই যে স্বস্তির তা আর বলার অপেক্ষা রাখে না ।
আরও পড়ুন : Crime : আসানসোলে স্বর্ণঋণ সংস্থায় ডাকাতি, লুট 12 কেজি সোনা