পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Condom-Washed Water: উড়তা দুর্গাপুর ৷ কন্ডোম ধোয়া জলের নেশায় বুঁদ শিল্পশহরের ছাত্র-যুবারা - কন্ডোম সংক্রান্ত খবর

নেশায় বুঁদ দুর্গাপুরের ছাত্র-যুবারা ৷ আর নেশার জিনিসটাও অদ্ভুত ৷ চিরপরিচিত মদ, গাঁজা নয় ৷ নেশা করতে 'কন্ডোম ধোয়া জল'ই হাতিয়ার প্রত্যেকের (People Getting High From Condom Washed Water) ৷

condom water
condom water

By

Published : Jul 28, 2022, 11:04 PM IST

দুর্গাপুর, 28 জুলাই:হঠাৎ করেই কন্ডোম চাহিদা বেড়েছে বঙ্গে ৷ তাতে আবার শীর্ষে দুর্গাপুর ৷ শিল্প শহরের মুকুটে এহেন পালক আসায় অবাক হয়েছিলেন অনেকেই ৷ এবার সামনে এল আসল ঘটনা ৷ নেশায় বুঁদ দুর্গাপুরের ছাত্র-যুবরা ৷ আর নেশার জিনিসটাও অদ্ভুত ৷ চিরপরিচিত মদ, গাঁজা নয় ৷ নেশা করতে 'কন্ডোম ধোয়া জল'ই হাতিয়ার প্রত্যেকের (People Getting High From Condom Washed Water) ৷

দুর্গাপুরের বিধাননগর এলাকায় রয়েছে বেশ কয়েকটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট-সহ বিভিন্ন কলেজ । বহু স্থানীয় ও বহিরাগত ছাত্র-ছাত্রীদের ভিড় এলাকায় । কয়েক মাস ধরেই এই এলাকায় ওষুধের দোকানগুলিতে কন্ডোমের প্যাকেট কেনার হিড়িক দেখে হতবাক হয়েছিলেন সবাই । হঠাৎ করে শহরবাসীর যৌন চাহিদা কোন উপায়ে এত বেড়ে গেল তা ভাবতেই সামনে এল আসল ঘটনা ৷ সূত্র মারফত জানা গিয়েছে, ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশ এই ফ্লেভারড কন্ডোম সারারাত গরম জলে ভিজিয়ে রেখে সেই জল খেয়ে নেশায় বুঁদ হয়ে থাকছে ।

কন্ডোম ধোয়া জল খেয়ে নেশায় বুঁদ দুর্গাপুরের ছাত্র-যুবরা

আরও পড়ুন :মহিলা হয়ে কনডোম বিক্রির চাকরি! কি হল তারপর ?

স্টক তোলা মাত্রই শেষ, আচমকা ফ্লেভারড কন্ডোমের বিক্রি বেড়ে গিয়েছে ৷ ক্রেতাদের অধিকাংশই অল্পবয়সি ৷ কেউ কলেজে পড়ে তো কেউ আবার সদ্য পাশ করে চাকরির সন্ধান করছে ৷ সকলেই অবিবাহিত, তাহলে হঠাৎ এত কন্ডোমের প্রয়োজন হচ্ছে কেন ? নিছক কৌতূহল থেকেই খরিদ্দারকে প্রশ্ন করেছিলেন এক দোকানি ৷ উত্তরে যুবক জানান, সে নিয়মিত কন্ডোম কিনে নিয়ে যায় নেশা করার জন্য ৷ অল্প গরম জলে রাতভর একটা কন্ডোম ভিজিয়ে রেখে পরের দিন সকালে ওই জল খেলে সারাদিন তাতেই বুঁদ থাকা যায় ৷ অবাক করা হলেও এই ঘটনাই ঘটছে শিল্পশহরে, যা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে শহরবাসীর মনে ৷

ABOUT THE AUTHOR

...view details