দুর্গাপুর, 29 এপ্রিল:পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ । লাউদোহা থানার ইচ্ছাপুর পঞ্চায়েতের সরপী মোড় এলাকার ঘটনা ।
পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার বেলা 10:30 থেকে প্রায় ঘণ্টাখানেক সরপী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় অফিস পাড়ার মহিলাদের একাংশ । পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে । অবরোধকারীদের অভিযোগ , এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের (পিএইচই) কল থাকলেও দু-তিন মাস সেই কলে জল আসছে না । গ্রীষ্ম শুরু হতে এলাকায় পুকুর, কুয়োর জলস্তর শুকিয়ে গিয়েছে । কলে জল না পড়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা । দূর এলাকা থেকে জল আনতে হচ্ছে । বিষয়টি স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানানো সত্ত্বেও সুরাহা হয়নি সমস্যার । তাই এ দিন রাস্তা অবরোধ করা হয় বলে জানান বিক্ষোভকারীরা ।