দুর্গাপুর, 2 মে : ঝড়ের কবলে পড়ে অণ্ডাল বিমানবন্দরে অবতরণ করেছে মুম্বই-দুর্গাপুর বিমান (Mumbai-Durgapur Flight hits severe mid Air Turbulence) ৷ তীব্র ঝাঁকুনিতে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী ৷ স্পাইসজেটের এসজি-945 বিমানে থাকা যাত্রীরা জানিয়েছেন, ঝড়ের কবলে পড়ে বিমান দুলতে থাকে । তারপর আচমকাই যাত্রীদের মাথার ওপরে যেখানে জিনিসপত্র থাকে সেই অংশটি ভেঙে পড়ে । এর জেরে আহত হন প্রায় 30 জন (Passengers got injured as the bunker fell on their heads)।
যাত্রীদের সঙ্গে আহত হয় বেশ কয়েকজন বিমানসেবিকাও । বিমানে মোট 185 জন যাত্রী ছিল । অবতরণের ঠিক আগেই ঝড়ের কবলে পড়ে সেটি ৷ বড়সড় বিপদ এড়াতে তড়িঘড়ি বিমানটিকে অণ্ডাল বিমানবন্দরে অবতরণ করাতে সক্ষম হন পাইলট ৷ তেমন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও তীব্র ঝাঁকুনির জেরে আহত হন অনেকে ৷