দুর্গাপুর, 26 অগস্ট: পাচার হওয়ার আগেই কাঁকসায় উদ্ধার হল প্রচুর টিয়া পাখি (Parrots Recovered)। টিয়া পাখি পাচারের ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে । আটক করা হয়েছে একটি গাড়ি (Parrots recovery in Durgapur)।
পানাগড় বন বিভাগের রেঞ্জার সুভাষচন্দ্র পাল জানিয়েছেন, আব্দুল কাদের এবং মহম্মদ ফুলবা নামে দুই ব্যক্তি আসানসোল থেকে একটি ছোট গাড়িতে করে টিয়া পাখিগুলিকে বর্ধমানের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন । তাঁরা দুজনেই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বাসিন্দা (Durgapur news)।