দুর্গাপুর, 30 মে : দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের আকন্দারা এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য ইদ উপলক্ষে নতুন বস্ত্র পাঠিয়েছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার ৷ ইদের তিন দিন আগে কাঁকসার তৃণমূল ব্লক সভাপতি দেবদাস বক্সি সেই বস্ত্রগুলি বিতরণ করতে আকোন্দরার তৃণমূল নেতা সৈয়দ রহিমের হাতে দেন ৷
একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের অভিযোগ, ইদের 15 দিন পেরিয়ে গেলেও এখনও সেই সমস্ত বস্ত্র তাঁরা পাননি । এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । মলানদিঘি অঞ্চলের তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি জাহিরুল মির্দা অভিযোগ করেন, তিনি মলানদিঘি অঞ্চলে সংখ্যালঘু সেলের সভাপতি হওয়া সত্ত্বেও বিষয়টি তাঁকে জানানো হয়নি । খবর পাওয়া মাত্রই বিধায়কের কাছে তিনি রবিবার সকালে অভিযোগ করেন।