কাঁকসা (দুর্গাপুর), 4 জুন : কাঁকসার জঙ্গলমহলের বাসিন্দা লক্ষ্মী কিস্কু ৷ নামে লক্ষ্মী থাকলেও, রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ হোক বা ‘বার্ধক্যভাতা’, কোনও প্রকল্পের সুবিধাই পাননি এই বৃদ্ধা (Old Lady is Deprived of Lakshmi Bhandar Project in Durgapur) ৷ অভিযোগ একাধিকবার আবেদন করেও সরকারি এই জনকল্যাণ মূলক প্রকল্পের সুবিধা তিনি পাননি ৷ তাই নিত্য অভাবের মধ্যে কোনওরকমে চলছে সংসার চলে তাঁর ৷ শুক্রবার এমনই অভিযোগ করলেন আলিনগরের আদিবাসী সম্প্রদায়ের বৃদ্ধা লক্ষ্মী কিস্কু ৷
2021 এর বিধানসভা নির্বাচনে জেতার পর প্রতিশ্রুতি অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 25 বছরের উর্ধ্বে মহিলাদের জন্য এই প্রকল্পের সূচনা করেছেন তিনি ৷ এই প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য 1 হাজার টাকা এবং সাধারণের জন্য 500 টাকা করে প্রতিমাসে ব্যাংক অ্যাকাউন্টে দেয় রাজ্য সরকার ৷ কিন্তু, কাঁকসার মলানদীঘি গ্রাম পঞ্চায়েতের আলিনগরের বাসিন্দা লক্ষ্মী কিস্কু এক বছরে একাধিকবার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য আবেদনও করেছেন ৷ এমনকি দুয়ারে সরকারে আবেদনপত্র জমা দেওয়ার পর মিলেছে তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণের নথিও ৷ কিন্তু, তার পরেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ তাঁর ৷