পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Student Drowned: দুর্গাপুর ব্যারেজে জলে ডুবে মৃত্যু এনআইটি'র ছাত্রের

স্নান করতে নেমে দামোদরের চোরাস্রোতে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের (Student Drowned) ৷ দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (NIT) পড়ুয়া ৷ নাম শুভম সান্তম রাজু ৷

Student Drowned
Student Drowned

By

Published : Sep 10, 2022, 6:55 PM IST

দুর্গাপুর, 10 সেপ্টেম্বর: দুর্গাপুর ব্যারেজে (Durgapur Barrage) জলে ডুবে মৃত্যু হল ছাত্রের (Student Drowned) ৷ এদিন সকালে এনআইটি বিশ্ববিদ্যালয়ের ছ'জন ছাত্র দামোদরের দুর্গাপুর ব্যারেজে স্নান করতে যান ৷ এরপর হটাৎ চোরাস্রোতে তলিয়ে যায় এক ছাত্র । প্রায় দু'ঘণ্টা পরে উদ্ধার হয় তাঁর দেহ ।

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ছয় ছাত্র আজ সকাল সাতটা নাগাদ দামোদরের দুর্গাপুর ব্যারেজে স্নান করতে নামে ৷ তিন জন তাদের মধ্যে বি-টেক তৃতীয় বর্ষের ৷ তার মধ্যে থেকে শুভম সান্তম রাজু (23) তলিয়ে যান । তাঁকে বাঁচানোর চেষ্টা করেন বাকি দুই ছাত্র ৷ শুভম ন'টা নাগাদ তলিয়ে যায় । সাড়ে দশটা নাগাদ নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

ডুবে মৃত্যু এনআইটি'র ছাত্রের

আরও পড়ুন:ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত বধূর ময়নাতদন্ত, গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

তবে এই ঘটনায় মুখ খুলতে চায়নি এনআইটি কর্তৃপক্ষ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাঁকুড়া জেলার বড়জোড়া ও দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ। এই ঘটনার পর মৃত ছাত্রের সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়েন । ভিন রাজ্য থেকে পড়তে আসা এই ছাত্ররা এত সকালে কীভাবে ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে গেল, সেই প্রশ্নই উঠছে ।

ABOUT THE AUTHOR

...view details