দুর্গাপুর, 15 এপ্রিল : বাচ্চার দেখভালের জন্য সেন্টার থেকে ঠিক করা হয়েছিল আয়াকে ৷ সেই আয়াই বিশ্বাসের সুযোগ নিয়ে বাড়ি থেকে 3 লক্ষ টাকার গয়না নিয়ে পগারপার ৷ তবে, বমাল ধরাও পড়ল অভিযুক্ত আয়া ৷ দুর্গাপুরের বি-জোন ফাঁড়ির পুলিশ অভিযুক্ত নীলিমা মাঝিকে গ্রেফতার করেছে (Nanny Arrest for Theft 3 Lakhs Rupees Gold Jewelry in Durgapur) ৷ কিছু সোনা সে বিক্রি করেছে বলে পুলিশকে জেরায় জানিয়েছেন নীলিমা মাঝি ৷
পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকার বাসিন্দা শোভন চক্রবর্তী এবং তাঁর স্ত্রী নির্মলা চক্রবর্তী পেশায় চাকুরীজীবী ৷ একমাত্র ছেলেকে দেখভালের জন্য আয়া রেখেছিলেন সেন্টার থেকে ৷ বৃহস্পতিবার দুপুরে নির্মলা চক্রবর্তী আলমারি খুলে দেখেন সেখানে তাঁর প্রায় 3 লক্ষ টাকার গয়না উধাও ৷ তৎক্ষণাৎ বিষয়টি তিনি স্বামী শোভন চক্রবর্তীকে জানান ৷ তাঁরা পুলিশের দ্বারস্থ হন এবং আয়া নীলিমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷