দুর্গাপুর, 11 সেপ্টেম্বর:জাতীয় সড়কের পাশ থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল অনলাইন শপিং সংস্থার কর্মীর দেহ (online shopping company worker) । রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেহটি ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর (Mysterious Death) ৷ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার । মৃত যুবকের নাম অতনু মুখোপাধ্যায় (Atanu Mukherjee) ৷ বয়স আনুমানিক 30 বছর । দুর্গাপুরের (Durgapur) বিজোনের ভারতী এলাকার বাসিন্দা তিনি ।
অতনুর পরিবারের দাবি, শনিবার সন্ধ্যা সাতটা নাগদ দুই বন্ধুর সঙ্গে বের হন তিনি । বন্ধুর বাইকে করে গিয়েছিলেন অতনু । অনলাইন সংস্থার আধিকারিকের সঙ্গেও দেখা করার কথা ছিল তাঁর ৷ রাত্রি ন'টার সময় অতনুর সঙ্গে শেষ কথা হয়েছিল পরিবারের । রাত দশটায় চেষ্টা করা হলে অতনুর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি । তার কিছুক্ষণ পরেই কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ৷ তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় ইন্দো-আমেরিকান মোড় সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে অতনুকে । তাঁর পরিবারের লোকজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে পৌঁছনোর পর অতনুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ।