দুর্গাপুর, 23 অগস্ট :কাজে দেরিতে আসার প্রতিবাদ করায় দুই মুটিয়ার মধ্যে বচসার জেরে মৃত্যু হল একজনের । বিহারের বকতিয়ারপুরের বাসিন্দা ওই মুটিয়ার নাম যোগেন্দর রাম ৷ অভিযুক্ত কাজু রাম পলাতক । দুর্গাপুরের সেন মার্কেটে এই ঘটনা ঘটে ৷ পুলিশ অভিযুক্তকে খুঁজছে ।
ঘটনার সূত্রপাত রবিবার রাতে । অভিযোগ, প্রায়শই মদ খেয়ে কাজে দেরিতে আসত কাজু রাম ৷ রবিবারও দেরিতে আসে ৷ তার প্রতিবাদ করেছিল বছর পঁয়ত্রিশের যোগেন্দর রাম ৷ দু-চার কথা হতে হতে যোগেন্দরের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় কাজু রামের ৷ সেন মার্কেটের পাইকারি বাজারের সবজির আড়তদার সাগর সাহার দোকানের সামনেই দু‘জনের হাতাহাতি হতে হতে বস্তা কাটার ধারালো ছুরি চালিয়ে দেয় কাজু ৷
আরও পড়ুন :Saayoni Ghosh : 2024-এও খেলা হবে, সংবর্ধনা সভায় সায়নী
সেই ছুরি এসে লাগে যোগেন্দরের পেটে । আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় যোগেন্দরকে ৷ অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকালে তাঁকে বিধাননগরে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর ।