দুর্গাপুর, 17 মে : বেলাগাম করোনা সংক্রমণে বিপর্যস্ত হাসপাতাল । দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনার থাবা ক্রমেই চওড়া হচ্ছে ৷ আক্রান্ত হচ্ছেন একের পর এক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও গ্রুপ ডি কর্মী । গোটা হাসপাতালের এক তৃতীয়াংশ কর্মী এই মুহূর্তে করোনা আক্রান্ত । ফলে অল্প কয়েকজন সুস্থ কর্মী ডিউটি করছেন, তাঁদের ওপর চাপ বাড়ছে মাত্রাতিরিক্ত ।
হাসপাতালের চিকিৎসক ডা. দিলীপ মণ্ডল বলেন, "কিছু করার নেই ৷ কর্মী সংখ্যা নির্দিষ্ট ৷ ফলে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের বাদ দিয়ে যাঁরা আছেন তাঁদের দুই বা তিন শিফট ডিউটি করাতে হচ্ছে ।’’ অরেক চিকিৎসক ড. সোহম মুখোপাধ্যায় ও হাসপাতাল সুপার ড. ধীমান মণ্ডল মনে করেন, হাসপাতালের চাপ কমাতে ভ্যাকসিনেশন সেন্টার বাড়ানোর প্রয়োজন রয়েছে ।