আসানসোল, 14 অগাস্ট: একেবারে নিজের দপ্তরে এসে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিলেন আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি ( ADDA)-এর ভাইস চেয়ারম্যান তথা কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় । দীর্ঘদিন ধরে একটি নর্দমা তৈরির কাজ না হওয়াতেই এই বিক্ষোভ বলে জানান তিনি । আগামী দিনে উন্নয়নের কাজে এমন গাফিলতি হলে শুধু ADDA ভাইস চেয়ারম্যান পদই নয়, বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় ।
আরও পড়ুন : ভুয়ো নথি, অভিষেককে সমন আদালতের
কুলটির অরবিন্দ নগর এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশির সমস্যা । বাসিন্দাদের দাবি ছিল একটি নর্দমা করে দিতে হবে । বাসিন্দাদের চাহিদা মতো রাজ্য সরকারের কাছে আবেদন করেন কুলটির বিধায়ক । রাজ্য সরকার 4 কোটি 11 লাখ টাকা মঞ্জুর করে৷ কিন্তু, দু'বছর আগে টাকা মঞ্জুর হয়ে গেলেও সেই কাজ করেনি রাজ্য সরকারের উন্নয়ন সংস্থা ADDA । ওই সংস্থার ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় নিজেই । তাঁর দাবি, বহুবার দপ্তরে চিঠি দিয়েছেন ৷ কাজ শুরু করার জন্য ৷ কিন্তু দপ্তর নির্বিকার বলেই অভিযোগ বিধায়কের ।