দুর্গাপুর, 7 মার্চ: নভেল কোরোনা ভাইরাসের আক্রমণে চিনে মহামারির আকার ধারণ করেছে । এমনকী বিশ্বের বহু দেশের মানুষ আক্রান্ত হচ্ছেন । ভারতেও হানা দিয়েছে নভেল কোরোনা । এখনও পর্যন্ত দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 33-এ । প্রাণঘাতী এই রোগের সংক্রমণ রুখতে হু হু করে বেড়ে চলেছে মাস্ক ব্যবহার । দেশজুড়ে । দুর্গাপুর তার ব্যতিক্রম নয় । 20 টাকা থেকে শুরু করে 500-600 টাকায় বিক্রি হচ্ছে মাস্ক । বাজারদরও বেড়েছে ।
বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শমতো মাস্ক পরছেন আট থেকে আশি । যে কোনও কাজে বাইরে বেরোনোর সময় মাস্ক পরছেন । সংক্রমণ এড়াতে বাজারে মাস্কের চাহিদা এখন তুঙ্গে । আর তা জোগান দিতে হিমশিম খাচ্ছেন মাস্ক বিক্রেতারা । দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকার বিপ্লব পোদ্দার নামে এক মাস্ক বিক্রেতা বললেন, কোরোনা আতঙ্কে মাস্কের চাহিদা 4 গুণ বাজারে বৃদ্ধি পেয়েছে । সব খদ্দেরকে মাস্ক জোগানো খুব দুষ্কর হয়ে পড়েছে এই মুহূর্তে । 20 টাকা থেকে শুরু করে 200-300 টাকার মাস্ক রয়েছে । খুদে থেকে প্রবীণ সকলে ব্যবহার করছে এই মাস্ক ।