পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Marriage of minor girl stopped : কাঁকসার পর দুর্গাপুর, নাবালিকার বিয়ে রুখল প্রশাসন - Marriage of minor girl stopped

দুর্গাপুরের শংকরপুর এলাকায় মঙ্গলবার রাত্রিতে বিয়ের মণ্ডপে পৌঁছে নাবালিকার বিয়ে রুখল স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড লাইন এবং প্রশাসনিক আধিকারিকরা (Minor Marriage stopped in Durgapur)। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর-ফরিদপুর ব্লকের যুগ্ম বিডিও প্রসেনজিৎ সামন্ত ।

Minor Marriage stopped in Durgapur
Minor Marriage

By

Published : May 4, 2022, 3:24 PM IST

দুর্গাপুর, 4 মে : 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ ৷ তা সত্ত্বেও একের পর এক নাবালিকা বিবাহের ঘটনা সামনে আসছে কিছুদিন অন্তর অন্তর ৷ বিশেষত জেলা থেকে এরকম ঘটনার খোঁজ বেশি পাওয়া যাচ্ছে ৷ কিছুদিন আগে পশ্চিম বর্ধমানের কাঁকসায় নাবালিকার বিয়ে আটকায় পুলিশ ৷ এবার দুর্গাপুরের শংকরপুর এলাকায় মঙ্গলবার রাত্রিতে বিয়ের মণ্ডপে পৌঁছে নাবালিকার বিয়ে রুখল স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড লাইন এবং প্রশাসনিক আধিকারিকরা (Minor Marriage stopped in Durgapur)।

বিয়ের জন্য সব তৈরি ছিল । খবর পেয়ে ব্লক প্রশাসন তড়িঘড়ি গিয়ে আটকায় বিয়ে ৷ শংকরপুর এলাকার ওই নাবালিকার বিয়ে হচ্ছিল বাঁকুড়ার যুবকের সঙ্গে । দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থার সমাজসেবিকা শিল্পী পাল গোপন সূত্রে খবর পায় মেয়েটি এখনও নাবালিকা । তারপর তিনি খবর দেন দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রশাসনকে । ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর-ফরিদপুর ব্লকের যুগ্ম-বিডিও প্রসেনজিৎ সামন্ত । এছাড়ও পৌঁছয় চাইল্ড লাইন এবং নিউটাউনশিপ থানার পুলিশ । কেন 18 বছরের আগে বিয়ে দিচ্ছিল ওই নাবালিকাকে, তা নিয়ে পরিবার-পরিজনকে সচেতন করা হয় প্রশাসন ও পুলিশের তরফে । বাবা-মাকে থানায় নিয়ে গিয়ে লেখানো হয় মুচলেখাও ।

প্রসঙ্গত, সোমবার দুপুরে কাঁকসার আড়া মোড়ে নাবালিকার বিয়ে আটকে ছিল স্বেচ্ছাসেবী সংস্থার সমাজসেবিকা এবং পুলিশ প্রশাসন । ফের পাশের এলাকায় নাবালিকার বিয়ে রুখে সদর্থক ভূমিকা নিল পুলিশ, স্বেচ্ছাসেবী সংস্থা, ব্লক প্রশাসন এবং চাইল্ড লাইন একযোগে বলে গ্রামের মানুষের মত ।

আরও পড়ুন :Police stopped Minor Marriage : কাঁকসায় নাবালিকার বিয়ে রুখল পুলিশ

ABOUT THE AUTHOR

...view details