পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Extra Marital Affair: প্রকাশ্যে পরকীয়া, অশান্তির জেরে আত্মঘাতী যুবক, গ্রেফতার মহিলা ও স্বামী - Police

দুর্গাপুজোর অষ্টমীর দিন প্রশান্তের সঙ্গে ওই মহিলার সম্পর্কের কথা জানাজানি হয় ৷ সেই নিয়ে দুই বাড়িতে অশান্তি চরমে ওঠে ৷ তাতে জেরবার হয়েই প্রশান্ত আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিক তদন্তের পর ধারণা পুলিশের ৷

man commits suicide in Durgapur after his extra marital affair with woman got revealed to family
অশান্তির জেরে আত্মঘাতী যুবক

By

Published : Oct 22, 2021, 10:01 PM IST

দুর্গাপুর, 22 অক্টোবর: পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন। জানাজানি হতে অশান্তি দু’বাড়িতেই ৷ থানা পর্যন্তও গড়ায় বিষয়টি ৷ তাতে জেরবার হয়ে দুর্গাপুরে আত্মঘাতী হলেন এক যুবক ৷ যে বিবাহিত মহিলার সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ, সেই মহিলা এবং তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

বৃহস্পতিবারের ঘটনা ৷ দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত রূপগঞ্জে আত্মঘাতী হন বছর 24-এর প্রশান্ত ঘোষ ৷ কাকার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন ৷ মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিবাহিত মহিলার সঙ্গে নিজের সম্পর্কের কথা লিখে যান ৷

আরও পড়ুন: Child Death: তোর্সা নদীতে ভেসে যাওয়া 2 শিশুকন‍্যার দেহ উদ্ধার

তাতেই তেতে ওঠে গোটা এলাকা ৷ ওই মহিলার বাড়িতে চড়াও হন এলাকার মানুষ ৷ দেদার ভাঙচুর চালান ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মলানদিঘি ফাঁড়ির পুলিশ ৷ তাদের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ কিন্তু ওই মহিলা এবং তাঁর স্বামীই প্রশান্তের মৃত্যুর জন্য দায়ী বহলে অভিযোগ করেন স্থানীয়রা ৷ প্রশান্তের বাড়ির লোকজনের বয়ানও সংগ্রহ করে পুলিশ ৷ তার ভিত্তিতেই ওই মহিলা এবং তাঁর স্বামীকে গ্রেফতার করা হয় ৷ শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় দু’জনকে ৷

আরও পড়ুন:Children drown in Torsa : তোর্সায় তলিয়ে গেল একই পরিবারের দুই নাবালিকা

পুলিশ জানিয়েছে, দুর্গাপুজোর অষ্টমীর দিন প্রশান্তের সঙ্গে ওই মহিলার সম্পর্কের কথা জানাজানি হয় ৷ সেই নিয়ে দুই বাড়িতে অশান্তি চরমে ওঠে ৷ তাতে জেরবার হয়েই প্রশান্ত আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিক তদন্তের পর ধারণা পুলিশের ৷ তবে ওই মহিলা এবং তাঁর স্বামীর তরফে কোনও প্ররোচনা এসেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details