পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিহারে "পালিয়েছিলেন" দুর্গাপুরের নিখোঁজ ব্যক্তি, কারণ খুঁজছে পুলিশ - বিহারে খোঁজ মিলল রাজেশ জৈনের

বিহারের ঔরঙ্গাবাদ থেকে একটি বাসে করে ফিরছিলেন ৷ খবর পেয়ে পুলিশ ধাওয়া করে বাসটিকে ৷ তবে পুলিশ যখন রাজেশকে উদ্ধার করে তখন তাঁর সঙ্গে আর দ্বিতীয় কেউ ছিল না ৷

Rajesh Jain
রাজেশ জৈন

By

Published : Jul 9, 2020, 3:54 AM IST

দুর্গাপুর, 9 জুলাই : অবশেষে খোঁজ মিলল নিখোঁজ রাজেশ জৈনের ৷ বিহারের ঔরঙ্গাবাদ থেকে আজ তাঁকে নিয়ে আসা হয়েছে দুর্গাপুর থানায় ৷ 6 জুলাই দুর্গাপুরের সিটি সেন্টারের এক শপিং মলে চুল কাটাতে গিয়ে রহস্যজনকভাবে উধাও গেছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের একটি বেসরকারি কারখানার জেনেরাল ম্যানেজার রাজেশ জৈন । সেদিন রাতেই অপহরণের কথা জানিয়ে বাড়িতে ফোন আসে বলে জানিয়েছিলেন তাঁর স্ত্রী ৷ এরপরই তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ ৷ শুরু হয় মোবাইল ফোন ট্র্যাকিং৷ মোবাইলের লোকেশন শেষবার পাওয়া গেছিল বিহার থেকেই ৷ সেই সূত্র ধরেই পুলিশের একটি দল বিহার রওনা দিয়েছিল ।

গতকাল বিকেলে ঔরঙ্গাবাদ থেকে একটি বাসে করে ফিরছিলেন রাজেশ ৷ খবর পেয়ে পুলিশ ধাওয়া করে বাসটিকে ৷ তবে পুলিশ যখন রাজেশকে উদ্ধার করে তখন তাঁর সঙ্গে আর দ্বিতীয় কেউ ছিল না ৷ সেই কারণেই অপহরণের তত্ত্বটি প্রাথমিকভাবে উড়িয়ে দিয়েছে পুলিশ ৷ কীভাবে এবং কেন রাজেশ জৈন ঔরাঙ্গাবাদে পৌঁছালেন? জানতে রাজেশকে দুর্গাপুর থানায় নিয়ে আসা হয় ৷ ৷ দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে ৷ রাজেশ জৈনের স্ত্রীকেও থানায় ডেকে পাঠানো হয়েছে ৷ কিন্তু ঠিক কী কারণে তিনি দুর্গাপুর ছেড়ে ঔরঙ্গাবাদে গেছিলেন, সে-বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP পূর্ব অভিষেক গুপ্তা বলেন, "ঔরঙ্গাবাদ থেকেই রাজেশ জৈনকে পুলিশ আটক করে ৷ সামান্য কিছু জিজ্ঞাসাবাদ তাঁকে করা হয়েছে । যেটুকু প্রাথমিকভাবে আমাদের কাছে উঠে আসছে, তাতে পারিবারিক বিবাদের কারণেই তিনি পালিয়েছিলেন বলে জানা যাচ্ছে । তবে জিজ্ঞাসাবাদ চালানোর পরে আরও বিস্তারিত কারণ জানা যাবে ।"

দুর্গাপুর থানার বাইরের দৃশ্য

পাশাপাশি আরও কিছু প্রশ্নের উত্তরও এখনও অজানা ৷ রাজেশ জৈনকে যদি অপহরণ না করা হয়ে থাকে, তবে অপহরণের কথা জানিয়ে বাড়িতে যে ফোন এসেছিল সেটি কোথা থেকে এসেছিল ৷ এদিকে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, থানাতে পুলিশকর্মীদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছে রাজেশবাবু ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ৷ কোনও বিষয়েই স্পষ্টভাবে মুখ খুলতে চাননি তাঁরা ৷ থানায় উপস্থিত সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন ৷

ABOUT THE AUTHOR

...view details