পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মুখ্যমন্ত্রীর কথায় পাকিস্তান উৎসাহিত হচ্ছে : দিলীপ ঘোষ

"আমাদের মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতাদের বক্তব্য শুনে পাকিস্তান উৎসাহিত হচ্ছে।" আজ দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাবেই আক্রমণ করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

By

Published : Mar 3, 2019, 2:59 PM IST

দুর্গাপুর, ৩ মার্চ : "আমাদের মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতাদের বক্তব্য শুনে পাকিস্তান উৎসাহিত হচ্ছে।" আজ দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাবেই আক্রমণ করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ রাজ্যজুড়ে বিজয় সংকল্প ব়্যালি কর্মসূচি গ্রহণ করে BJP। দুর্গাপুরে সেই ব়্যালিতে বাধা দেওয়ায় সেখানে গিয়ে পৌঁছান দিলীপবাবু। আর তারপর সাংবাদিকদের সামনে ব়্যালি না করতে দেওয়ায় পুলিশ ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন দিলীপ ঘোষ।

ব়্যালিতে পুলিশ বাধা দেওয়ায় দিলীপবাবু বলেন, "মমতা ব্যানার্জি যে ভাবে পাকিস্তানের পক্ষে কথা বলেছেন তাতে তারা ভয় পেয়েছে BJP রাস্তায় নামলেই সবাই BJP হয়ে যাবে। তাই পুলিশ দিয়ে হোক আর যে করেই হোক তৃণমূল BJP-কে আটকাতে চাইছে। আমরা দেখি ব়্যালি করলে পুলিশ কত জনকে গ্রেপ্তার করে।"

পাকিস্তানের বালাকোটে বায়ুসেনা অভিযান চালিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে। ওই হামলায় কতজন জঙ্গি মারা গেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেছিলেন, "মিডিয়া যে এত যুদ্ধ যুদ্ধ করছে, আজ পর্যন্ত প্রধানমন্ত্রী বিরোধী দলগুলির সঙ্গে একটাও মিটিং করেননি। পুলওয়ামা বা এয়ারস্ট্রাইকের পরও কোনও আলোচনা করা হয়নি। দেশবাসী হিসেবে আমরা তো এই হামলাগুলি সম্পর্কে জানতেই পারি।" এই নিয়েই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, "আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে পাকিস্তানের চ্যানেল চালাচ্ছে। আর সেটা দেখিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওদের পক্ষে কথা বলছেন। আজকে মুখ্যমন্ত্রী ও বিরোধীরা কোন পক্ষের হয়ে কথা বলছেন এটাই একটা চিন্তার বিষয়। খুব দুঃখজনক পরিস্থিতি। এর জবাব আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ দেবে।"

পাশাপাশি তিনি পুলিশকে কটাক্ষ করে বলেন, "যে পুলিশ অফিসাররা বেশি উৎসাহ দেখাচ্ছেন তাদের বলি কিছুদিনেই ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। তখন তাদের কে বাঁচাবে? আমরা সবার নাম দিয়ে ইলেকশন কমিশনকে নালিশ জানাব। রাজ্যে গণতন্ত্র বিপন্ন। নিজেদের বক্তব্য রাখা যায় না। কর্মসূচি পালন করা যায় না।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details