দুর্গাপুর, 30 জুন:দুর্গাপুর প্রজেক্টেস লিমিটেডকে(DPL)এবার বাঁচাতে উদ্যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রয়াত মুখ্যমন্ত্রী ডা. বিধান চন্দ্র রায়ের হাত ধরে দুর্গাপুরে প্রথম রাজ্য সরকারের উদ্যোগে প্রতিষ্ঠা হয় ডিপিএল কারখানা ৷ এই কারখানাকে বাঁচাতে বুধবার প্রশাসনিক বৈঠকে বামেদের মত একই সুরে কথা বললেন মুখ্যমন্ত্রী ৷
মমতা বলেন, "ডিপিএলকে বাঁচাতে তার অব্যবহৃত জমি বিক্রি করতে হবে ।" পনেরো দিনের মধ্যে ডিপিএলের জমি ও আবাসন নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা করে রিপোর্ট দিতে বললেন আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটককে । বুধবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিপিএলকে কীভাবে বাঁচানো যায় সে নিয়েও মন্ত্রী মলয় ঘটককে দ্রুত পরিকল্পনা করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।
তিনি বলেন, "ডিপিএলটা এবার সমাধান করো মলয়। ডিপিএল-র পড়ে থাকা জমি বিক্রি করে ডিপিএলটা দাঁড় করিয়ে দিতে পারি আমি । ওখানে যাদের ঘর বাড়ি আছে তাদের ঘর বাড়ি তৈরি করে দেব । কোনও অসুবিধা হবে না ।" তিনি আরও বলেন, "বেআইনিভাবে যারা বসে আছে তাদের তো তাড়াতে পারব না । তাদের সঙ্গে কথা বলে অন্য জায়গায় সরিয়ে দেব ।"