দুর্গাপুর, 14 মে : নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বালিবাহী লরি । ঘটনাস্থানেই মৃত্যু চালকের । নাম মদন মোহন মণ্ডল (45) । পাণ্ডবেশ্বরের রামনগর গ্রামের বাসিন্দা তিনি । এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় লরিটি । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বনবহাল ফাঁড়ির পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।
লরি উলটে মৃত চালক - দুর্গাপুর
নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বালিবাহী লরি । ঘটনাস্থানেই মৃত্যু হয় চালকের । তাঁর নাম মদন মোহন মণ্ডল (45) ।
ছবি
অন্ডালের C L জামবাদ কয়লাখনির বাঙ্কারের জন্য বালি নিয়ে আসছিল লরিটি । বাঙ্কারের কাছাকাছি জায়গায় হঠাৎ এক বাইক আরোহী লরির সামনে চলে আসে । তাঁকে বাঁচাতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায় । বাইক আরোহী বেঁচে গেলেও, লরির চালক ঘটনাস্থানেই মারা যান।
স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় রাস্তার অবস্থা দীর্ঘদিন বেহাল । তাই নিত্যদিন ছোটো বড় দুর্ঘটনা ঘটে থাকে।