দুর্গাপুর, 16 মে : 100 দিনের কাজে 30 টাকা দৈনিক মজুরি দেওয়ার অভিযোগ ৷ প্রতিবাদে কাজ বন্ধ করে কাঁকসার মলানদিঘি গ্রামপঞ্চায়েত কার্যালয় ঘেরাও ৷ কোদাল, বেলচা, ঝুড়ি হাতে নিয়ে বিক্ষোভ শুরু করেন একশো দিনের কাজের কর্মীরা (Labour Protest Against MGNREGA Corruption in Durgapur) ৷ মঙ্গলবারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মলানদিঘিতে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী ৷
কুলডিহা এলাকার একশো দিনের কাজের কর্মীদের অভিযোগ, নির্ধারিত সময় শেষের পরেও অনেকক্ষণ ধরে কাজ করানো হয় শ্রমিকদের ৷ তার পরেও কাজের ন্যায্য মজুরি পাচ্ছেন না তাঁরা ৷ অভিযোগ সকাল 8টা থেকে দুপুর 12টা আবার দুপুর আড়াইটে থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করানো হচ্ছে তাঁদের ৷ গত কয়েক বছরে দফায় দফায় 100 দিনের কাজ হয়েছে ৷ কিন্তু, সেই কাজের পুরো টাকা শ্রমিকরা এখনও পাননি বলে অভিযোগ ৷
এই মুহূর্তে বাছাই করে কাজ হচ্ছে ৷ কিন্তু, সেই কাজের হিসাবে মজুরি বাবদ কাউকে 30 টাকা আবার কাউকে 50 টাকা এমনকি, 20 টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ ৷ 100 দিনের কাজের (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) শ্রমিকরা জানিয়েছেন ওই টাকা তাঁরা নেবেন না ৷ ন্যায্য টাকা না দিলে, তাঁদের সংসার চালানো দায় হবে ৷ একাধিকবার পঞ্চায়েতকে বিষয়টি জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না বলে তাঁদের অভিযোগ ৷
একশোদিনের কাজের শ্রমিকদের 30 টাকা দৈনিক মজুরি দেওয়ার অভিযোগ মলানদিঘিতে আরও পড়ুন :Agitation by 100 Days Workers : মিলছে না 100 দিনের কাজের টাকা ! দুর্গাপুরে বিক্ষোভ শ্রমিকদের
মঙ্গলবার সকালে কুলডিহা এলাকায় 100 দিনের কাজ চলছিল ৷ কাজ চলাকালীন হঠাৎই, শ্রমিকদের 30 টাকা করে মজুরি দেওয়ার কথা জানানো হয় ৷ তাতেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা ৷ ঝুড়ি-কোদাল, বেলচা নিয়েই পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে পূর্ণ মজুরির দাবিতে স্লোগান দিতে শুরু করেন তাঁরা ৷ প্রায় আধঘণ্টা ধরে চলে তুমুল উত্তেজনা ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ ৷ তবে, পুলিশকে ঘিরেও বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা ৷ শেষমেষ পুলিশের আশ্বাসেই ওঠে বিক্ষোভ ৷ মলানদিঘি গ্রামপঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায় একশোদিনের কাজের শ্রমিকদের সঙ্গে সহমত পোষণ করেন ৷ সেই সঙ্গে জানান, এই ধরনের ঘটনা বারেবারে ঘটছে ৷ কেন্দ্রীয় সরকার ঠিক মতো টাকা না দেওয়ার জন্যই সঠিক মজুরি পাচ্ছে না একশো দিনের কর্মীরা ৷ তবে, পঞ্চায়েতের তরফে শ্রমিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে ৷