পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"কমার্শিয়াল কোল" পদ্ধতির বিরুদ্ধে কাল ধরনায় শ্রমিক সংগঠন - HMS,CITU, INTTUC

কেন্দ্রীয় সরকারের কয়লা খনিগুলিতে "কমার্শিয়াল কোল" পদ্ধতি লাগুর সিদ্ধান্তের প্রতিবাদ জানাল কয়লা খনি সংগঠনগুলি । এই প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে আগামীকাল ধরনায় বসার কথা জানানো হয় । আজ HMS, CITU, INTTUC সহ প্রায় সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি অন্ডাল ও পাণ্ডবেশ্বরের সমস্ত খনি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয় ।

labour organizations
শ্রমিক সংগঠনের সদস্যরা

By

Published : Jun 10, 2020, 9:59 PM IST

দুর্গাপুর, 10 জুন : বৃহস্পতিবার থেকে দেশজুড়ে সরকারি কয়লা খনিগুলিতে "কমার্শিয়াল কোল" পদ্ধতি লাগু হতে চলেছে। বুধবার এই দাবি করে কয়লা খনি শ্রমিক সংগঠনগুলি এককাট্টা হয়ে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানাল । কয়লা শিল্প বেসরকারিকরণ হলে বহু মানুষ কর্মচ্যুত হবে । এই অভিযোগ তুললেন পাণ্ডবেশ্বরের কুমারডিহি কোলিয়ারির শ্রমিক সংগঠন HMS-এর সম্পাদক দীননাথ মুখোপাধ্যায়। HMS,CITU, INTTUC সহ প্রায় সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি একযোগে আজ অন্ডাল ও পাণ্ডবেশ্বর এরিয়ার সমস্ত খনি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয় ।

বেশ কিছুদিন ধরেই কয়লা খনিগুলিকে বেসরকারিকরণ করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের কথা শোনা গিয়েছে। ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সমস্ত কয়লা খনির শ্রমিক সংগঠনগুলো এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে । বৃহস্পতিবার থেকে কয়লা খনিগুলিতে কমার্শিয়াল কোল পদ্ধতি চালু হতে চলেছে বলে শোনা যায় । কয়লা খনি শ্রমিক সংগঠন হিন্দুস্তান মজদুর সংঘের নেতাকর্মীরা এই কথা জানান। বুধবার পাণ্ডবেশ্বরের কুমারডিহি কোলিয়ারির HMS শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই পদ্ধতির বিরোধিতা করেন । এই আন্দোলনে CITU ও INTTUC -ও সামিল হয় । HMS সংগঠনের সম্পাদক দীননাথ মুখোপাধ্যায় জানান , " কেন্দ্রের মোদি সরকার কয়লা শিল্পকে বেসরকারিকরণের প্রথম পদক্ষেপ হিসেবে কমার্শিয়াল কোল পদ্ধতি লাগু করল। শুধু পাণ্ডবেশ্বর এরিয়ার কুমারডিহি কোলিয়ারি নয়, এই একই ইশুকে সামনে রেখে অন্ডাল ও পাণ্ডবেশ্বর এরিয়ার বিভিন্ন কোলিয়ারিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় । কয়লা খনি বেসরকারিকরণ করা হলে বহু কর্মী কর্মচ্যুত হবেন । তাই আমরা আগামীকাল থেকে সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো মিলিতভাবে বৃহত্তর আন্দোলনে নামছি ।" এই একই ইশুতে HMS ছাড়াও CITU, ও INTTUC সহ অন্য অনেকগুলি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা খনি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন । শ্রমিক সংগঠনগুলি জানায়, আগামীকাল থেকে তারা কয়লা খনি কর্তৃপক্ষের দপ্তরের সামনে কমার্শিয়াল কোল পদ্ধতির বিরুদ্ধাচারণ করে ধরনায় বসবে।

"কমার্শিয়াল কোল" পদ্ধতির বিরুদ্ধে কাল ধরনায় শ্রমিক সংগঠন
শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, মোদি সরকার প্রথমে চেয়েছিল FDI নীতি কয়লা শিল্পে আনার জন্য। কিন্তু কয়লা খনি শ্রমিক সংগঠনগুলোর চাপের কাছে নতি স্বীকার করে পিছু হটে । এবার কমার্শিয়াল কোল পদ্ধতি চালু করে সরাসরি কয়লা শিল্পকে বেসরকারিকরণ করার চেষ্টা চালাচ্ছে মোদি সরকার । তাই বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়েই এই কমার্শিয়াল কোল পদ্ধতি না মানার কথা জানিয়েছে কয়লা খনি শ্রমিক সংগঠনের নেতৃত্ব।

ABOUT THE AUTHOR

...view details