দুর্গাপুর, 4 ফেব্রুয়ারি : নিজের বাড়ি থেকে এক কিশোরীর নলি কাটা দেহ উদ্ধার হল। দুর্গাপুরের নিউটাউনশিপের গণতন্ত্র কলোনি এলাকার ঘটনা। মৃতার নাম মিতা কুণ্ডু(১৭)। ওই কিশোরীর দেহের কাছেই অপর এক যুবক পড়েছিল । তারও শরীর থেকে রক্তক্ষরণ হয়। জখম অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । প্রেমের প্রস্তাব না মানায় তাদের মেয়েক খুন করে ওই যুবক আত্মহত্য়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পরিবারের।
স্থানীয় বাসিন্দা সিদ্ধেশ্বর দাস জানান, ওদের বাড়িতে কেউ ছিল না ৷ বাড়ির ভিতর থেকে রক্ত গড়িয়ে বাইরে আসছিল ৷ বিষয়টি দেখা মাত্রই পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থানে আসে। ঘরের দরজা খোলাই ছিল ৷ ভিতরে ঢুকে দেখা যায়, ওই কিশোরী এবং যুবক দু'জনেই মেঝেতে পড়ে রয়েছে ৷ কিশোরীর নলি কাটা ৷ পাশে পড়েছিল যুবক ৷ কাছেই ছিল একটি ধারালো কাস্তে ৷ স্থানীয়দের বক্তব্য, ছেলেটিকে তাঁরা চেনেন না ৷