দুর্গাপুর, 6 জুন : শহর থেকে শহরতলিতে আধুনিকতার ছোঁয়া ৷ যার জেরে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার হস্তশিল্প ৷ আর মরার উপর খাঁড়ার ঘা বসিয়েছে কোভিড পরিস্থিতি ৷ দুশ্চিন্তার মধ্যে অনাহারে দিন কাটছে কাঁকসার জঙ্গলমহলের হস্তশিল্পীদের ৷
আধুনিক যুগে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার হস্তশিল্পীদের তৈরি আসবাবপত্র । এমনিতেই নুন আনতে পান্তা ফুরোয় ৷ তার উপর আবার অতিমারির দাপট । কোভিডের জেরে হস্তশিল্পে নেমে এসেছে মন্দা । বিক্রি নেই বেতের তৈরি কুলো, ঝুড়ি, বসার মোড়া, হাত পাখার । করোনা পরিস্থিতির জন্য তাঁদের কোনও গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন হস্তশিল্পীরা ।
আধুনিকতার ছোঁয়া লেগেছে আজ মানুষের জীবনে ৷ প্লাস্টিক, ফাইবারের আসবাবপত্রের কদর বেড়েছে । বেতের এবং বাঁশের তৈরি জিনিসপত্রের বিক্রি হাতে গোনা । ধান ঝাড়াইয়ের পর তা পরিষ্কার করার জন্য কুলোর খুব চাহিদা ছিল একসময় । কিন্তু আধুনিক বিজ্ঞানের যুগে যন্ত্রের মাধ্যমে কাটা হচ্ছে ধান ৷ তারপর সেই ধান সোজা বাড়িতে তুলে নেওয়া হচ্ছে । যার জেরে কুলোর চাহিদা নেই । দামও নেই । প্লাস্টিকের বিভিন্ন আসবাবপত্র বেতের তৈরি জিনিসের আগে জায়গা করে নিয়েছে ৷ এখন মাছ ধরার বিভিন্ন সামগ্রীও তৈরি করছেন এলাকার হস্তশিল্পীরা ।