পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durgapur Journalist Arrest: দ্রৌপদীকে ভোট দিতে বলে শুভেন্দুর নাম করে হুমকি ফোন ! দুর্গাপুরে গ্রেফতার সাংবাদিক

সোমবারের রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) ভোট দেওয়ার জন্য চাপ ! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম করে হুমকি ফোনের অভিযোগ ৷ দুর্গাপুরে গ্রেফতার এক সাংবাদিক (Durgapur Journalist Arrest) ৷

Journalist Arrested in Durgapur for alleged threat calls before Presidential Election 2022
Durgapur Journalist Arrest: দ্রৌপদীকে ভোট দিতে বলে হুমকি ফোন ! দুর্গাপুরে গ্রেফতার 'সাংবাদিক'

By

Published : Jul 17, 2022, 6:04 PM IST

দুর্গাপুর, 17 জুলাই: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম করে হুমকি ফোনের অভিযোগ ৷ সোমবারের রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) ভোট দেওয়ার জন্য তৃণমূল বিধায়কদের ফোন করে চাপ ! এমনটাই অভিযোগ উঠেছে এক 'সাংবাদিকের' বিরুদ্ধে ৷ অভিযুক্ত সঞ্জয় সিংকে গ্রেফতার (Durgapur Journalist Arrest) করেছে পুলিশ ৷ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের ঘটনা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত সাংবাদিক শনিবার রাতে একাধিক তৃণমূল বিধায়ককে ফোন করেন ৷ শুভেন্দু অধিকারীর নাম করে বলেন, তাঁরা যেন সোমবারের রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকেই ভোট দেন ! এমনকী, তৃণমূলের বিধায়কদের মোটা অঙ্কের টাকারও প্রলোভন দেখানো হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন:Presidential Election 2022: রাষ্ট্রপতি ভবনে কোনও মূর্তি স্থাপন করতে চাই না ! দ্রৌপদীকে কটাক্ষ তেজস্বীর

পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, সঞ্জয় তাঁকেও ফোন করেছিলেন ৷ সেই ফোন পাওয়ার পর শনিবার রাতেই পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ৷ তারই ভিত্তিতে সঞ্জয় সিংকে গ্রেফতার করে পুলিশ ৷ শনিবার রাতে দুর্গাপুরের ইস্পাত নগরীর বি জোন এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয় ৷

ধৃত সাংবাদিকের মুখে দু'রকম কথা ৷

এই প্রসঙ্গে অভিযুক্ত সাংবাদিককে প্রশ্ন করা হলে তাঁর মুখে দু'রকম কথা শোনা যায় ৷ একবার সঞ্জয় বলেন, তিনি রাজনীতির শিকার হয়েছেন ৷ আবার পরের মুহূর্তেই দাবি করেন, কিছু ভুল বোঝাবুঝির জেরেই তাঁকে গ্রেফতার হতে হয়েছে ৷ রবিবার অভিযুক্ত সাংবাদিককে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details