দুর্গাপুর, 1 জুলাই:গত দুইবছর অতিমারির জেরে রথযাত্রা উৎসব বন্ধ হয়ে গিয়েছিল । পরিস্থিতি স্বাভাবিক হতেই রাজ্যের জায়গায় পালিত হচ্ছে রথযাত্রা ৷ এবার দুর্গাপুর ইসকন মন্দিরে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে রথযাত্রা ৷ তবে অভিনবত্ব হল রথ তৈরিতে ব্যবহৃত নব নির্মিত কাঁসা, পিতল দিয়েছেন ইসকনের ভক্তরা ৷ তা গলিয়ে তৈরি হয়েছে জগন্নাথ দেবের রথ (ISKCON Rath Yatra 2022) ৷
প্রায় 36 ফুট লম্বা ও 16 ফুট চওড়া এই রথ এবারের রথযাত্রার বিশেষ আকর্ষণ । 3 টন পিতল-কাঁসা গলিয়ে তৈরি হয়েছে এই রথ ৷ শুক্রবার দুর্গাপুর ইসকন মন্দিরের এই রথ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে সিটিসেন্টারে চতুরঙ্গ ময়দানে নিয়ে যাবে । সেখানেই আপাতত থাকবে এই রথ ও বিগ্রহ। রথযাত্রা উপলক্ষ্যে চতুরঙ্গ ময়দানে মেলার আয়োজন হয়েছে । এই মেলাকে ঘিরে যে মানুষের ঢল নামবে তা বলাই বাহুল্য।