পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

DSP-র ঠিকা শ্রমিক সংগঠনের দখল নিয়ে INTTUC-র গোষ্ঠীসংঘর্ষ, বোমাবাজি

DSP-র ঠিকা শ্রমিক সংগঠনের রাশ কার হাতে থাকবে তা নিয়ে INTTUC-র দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি । এলাকায় মোতায়েন পুলিশ ।

INTTUC-র গোষ্ঠীসংঘর্ষ, এলাকায় মোতায়েন পুলিশ

By

Published : Jun 7, 2019, 12:16 PM IST

দুর্গাপুর, 7 জুন : DSP (দুর্গাপুর ইস্পাত কারখানা)-র ঠিকা শ্রমিক সংগঠনের রাশ কার হাতে থাকবে? নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে এই নিয়ে শুরু হয় চাপানউতোর । এই নিয়ে আজ সকালে দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে চলে বোমাবাজি । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।

ঘটনার সূত্রপাত 4-5 দিন আগে । DSP-র গেটের বাইরে INTTUC-র জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামীরা বিভিন্ন দাবিতে অবস্থান করছেন । INTTUC-র প্রাক্তন সভাপতি প্রভাত চ্যাটার্জির অনুগামীদের অভিযোগ, গত দু'দিন ধরে বিশ্বনাথবাবুর অনুগামীরা কারখানার বেশ কয়েকজন ঠিকা কর্মীর গেট পাশ ছিনিয়ে নিচ্ছে । দোলা সেন ঘনিষ্ঠ প্রভাত চ্যাটার্জির হাতেই আগে ক্ষমতার রাশ ছিল । কিন্তু 2016 সালে বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম দু'টি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীরা পরাজিত হন । এরপরই প্রভাতবাবুকে INTTUC-র জেলা সভাপতির পদ থেকে সরিয়ে বিশ্বনাথ পাড়িয়ালকে সভাপতি করা হয় । কিন্তু কারখানায় ইউনিটি কমিটি গঠন করেও বিশ্বনাথবাবু প্রভাতবাবুর অনুগামীদের হাত থেকে ক্ষমতা নিজেদের দখল করতে পারেননি ।

এখন প্রশ্ন তাহলে 12 নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়ানোর কারণ কী ?

DSP-র ঠিকা শ্রমিক সংগঠনের মূল দায়িত্বে থাকা প্রভাতবাবুর অনুগামী শেখ সাহাবুদ্দিন, শেখ আতাহার, আজিমুদ্দিনের বাড়ি দুর্গাপুরের আমরাই গ্রামের 12 নম্বর ওয়ার্ডে । অন্যদিকে বিশ্বনাথবাবুর অনুগামী আমিনুর রহমানের বাড়িও এই ওয়ার্ডেই । তাই গত কয়েকদিন ধরেই এই এলাকায় শাসকদলের এই দু'গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা ছিল । পুলিশও মাঝে মধ্যে পরিস্থিতি সামাল দিতে ছুটে গেছে ।

আজ সকালে এই 12 নম্বর ওয়ার্ডেই উত্তেজনা ছড়ায় । প্রভাতবাবুর অনুগামীরা বিশ্বনাথবাবুর অনুগামীদের তাড়া করে । দু'গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয় । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।

অন্যদিকে কারখানার গেটে অবস্থানে সামিল বিশ্বনাথ অনুগামীদের বিরুদ্ধে গেট পাশ কেড়ে নেওয়ার ঘটনায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে দুর্গাপুর থানায় ।

গতকাল সন্ধ্যায় বিশ্বনাথ পাড়িয়াল ও প্রভাত চ্যাটার্জির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয় । কিন্তু কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details