দুর্গাপুর, 13 মে : শিল্পনগরী দুর্গাপুরের কারখানাগুলির আইএনটিটিইউসি'র ইউনিট কমিটিতে বদল আনা হবে বলে জানালেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক ৷ শ্রমিক সংগঠনের অন্তর্ন্দ্বন্দ্ব মেটাতেই এই পদক্ষেপ (Paschim Bardhaman INTTUC unit committee to be changed) ৷
2011-তে দুর্গাপুরের দু'টি আসনে জয়লাভ করে জোড়াফুল শিবির ৷ রাজনৈতিক পালাবদলের প্রভাবে শিল্পশহর দুর্গাপুরের সমস্ত রাষ্ট্রায়ত্ত, রাজ্য সরকারের ও বেসরকারি কলকারখানাগুলিতে শ্রমিক সংগঠনের রাশ সিটুর হাত থেকে চলে যায় আইএনটিটিইউসি'র হাতে । কিন্তু তারপর বিভিন্ন কারখানার আইএনটিটিইউসি'র কমিটিগুলিই ঠিকা শ্রমিক সংগঠনের সমস্ত কাজকর্ম করতে থাকে । কারখানাগুলিতে বিস্তর অভিযোগ উঠতে থাকে । শ্রমিক বঞ্চনা, ঠিকাদারদের সঙ্গে আঁতাত, বহিরাগত শ্রমিকদের কারখানায় নিয়োগ-সহ বহু দুর্নীতির অভিযোগ ওঠে । তার ফলস্বরূপই 2016-তে বিধানসভা নির্বাচনে দুর্গাপুরের দু'টি আসনেই শাসকদলের প্রার্থীরা পরাজিত হন । তারপর লোকসভা নির্বাচনেও দুর্গাপুরে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া প্রায় 80 হাজার ভোটে লিড পান এবং জয়লাভ করেন ।
শিল্পশহর দুর্গাপুরে শাসকদলের শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিতেও দেখা গিয়েছিল । প্রভাত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ পাড়িয়ালদের সময়কালে বেশ কিছু অভিযোগ উঠে এসেছিল ৷ দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল, ভোটে ভরাডুবির কারণ শ্রমিক নেতাদের অন্তর্দ্বন্দ্ব ৷ আইএনটিটিএইসি'র জেলা সভাপতির পরিবর্তন হলেও কিন্তু বিভিন্ন কলকারখানাগুলিতে নেতাদের অনুগামীরাই ঠিকা শ্রমিক সংগঠনের সমস্ত কাজকর্ম বহাল রেখেছে ৷ এরপরে পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি'র সভাপতি করা হয় অভিজিৎ ঘটককে । তিনি এবং আইএনটিটিইউসি'র রাজ্য সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কমিটির নাম প্রকাশ করেন বৃহস্পতিবার ।