পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দুর্গাপুরে তৃণমূলের কর্মসূচি ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে - বাঙলার গর্ব মমতা অনুষ্ঠানেও শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব

দুর্গাপুরেও আজ থেকে শুরু হল " বাঙলার গর্ব মমতা" কর্মসূচি। অথচ এই অনুষ্ঠানে শাসকদলের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে গেল।

Durgapur
শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব দুর্গাপুরে

By

Published : Mar 7, 2020, 5:57 PM IST

Updated : Mar 7, 2020, 8:12 PM IST

দুর্গাপুরে তৃণমূলের কর্মসূচি ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

দুর্গাপুর , 7 মার্চ : " বাংলার গর্ব মমতা" কর্মসূচিতে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল । রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে আজ দুর্গাপুরেও শুরু হয় "বাঙলার গর্ব মমতা" কর্মসূচি । খাতায় কলমে কংগ্রেস বিধায়ক থাকলেও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল । তাঁর আহ্বানে এই অনুষ্ঠান । শাসকদলের অনেক পুরানো নেতা বিশ্বনাথের সঙ্গে চলতে রাজি নন । আজকের অনুষ্ঠানে শাসকদলের মধ্যে এই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল । মেয়ের অসুস্থতার কারণে বিধায়ক নিজে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন । সূত্রের খবর, বিশ্বনাথ পাড়িয়ালের আহ্বানে এই অনুষ্ঠান হওয়ার ফলে বিরোধী গোষ্ঠীর হেভিওয়েটদেরও আজ দেখা গেল অনুপস্থিত থাকতে । দুর্গাপুরে "বাঙলার গর্ব মমতা" অনুষ্ঠানেও শাসকদলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় কার্যত অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস । অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বারবার " হোঁচট" খেলেন তৃণমূলের নেতারা ।

শ্রমিকনগরীতে শ্রমিক সংগঠনের ব্যাটন কার হাতে থাকবে? আর তাই নিয়েই দুর্গাপুরে সেই 2011 থেকে যে লড়াই চলছে আজও তা থামেনি বলে ওয়াকিবহাল মহলের মত । বর্তমানে কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে মমতা বন্দোপাধ্যায় INTTUC-র দেখভালের দায়িত্ব দিয়েছেন । অথচ তাঁকে মেনে নিতে পারেননি ৷ INTTUC র রাজ্যের সভানেত্রী দোলা সেনের অত্যন্ত অনুগত প্রভাত চ্যাটার্জি । প্রভাতবাবু আবার দুর্গাপুর নগরনিগমের মেয়র পারিষদ সদস্য ।

শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব দুর্গাপুরে

মাত্র কয়েকদিন আগেই 24 ঘণ্টার ব্যবধানে বিশ্বনাথ পাড়িয়াল ও প্রভাত চ্যাটার্জির নেতৃত্বে আলাদা আলাদা করে দুটি মিছিল INTTUC-র বের হয় । মুখ্যমন্ত্রী প্রভাতবাবুকে কয়েকদিন আগেই প্রশাসনিক বৈঠকে শ্রমিক নিয়োগ নিয়ে মাথা না ঘামানোর কথা বলার পরেও প্রভাত চ্যাটার্জি INTTUC- র ব্যানারেই মিছিল করেন । এবং সেই দুই মিছিলেই কিন্তু দুর্গাপুর নগরনিগমের কোন কোন কাউন্সিলর কার দিকে তাও স্পষ্ট হয়ে ওঠে । আজ কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের ডাকা, "বাংলার গর্ব মমতা" অনুষ্ঠানে INTTUC-র দুই যুযুধান শিবিরের লড়াই সামনে চলে এল ।

Last Updated : Mar 7, 2020, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details