দুর্গাপুর, 2 ডিসেম্বর : "আমাদের সবার উচিত থানার বড়বাবুকে গিয়ে মারা ৷" এমনই আওয়াজ তুলল লাউদোহার উত্তেজিত লোকজন ৷ গতকাল বালির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুতে বেআইনি বালির ট্রাক ও ডাম্পারে আগুন ধরিয়ে দিয়েছিল লাউদোহার স্থানীয় বাসিন্দারা ৷ তার সঙ্গে দেখিয়েছিল বিক্ষোভ ৷
সকাল হতেই আওয়াজ উঠল, "আর বেআইনি বালি নয়" - বেআইনি বালি বোঝাই ট্রাকে আগুন
উত্তপ্ত লাউদোহা ৷ বালি বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখিয়েছিল উত্তেজিত জনতা ৷ সকাল থেকে পরিস্থিতি ঠান্ডা হলেও পরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷
বেআইনি বালি বোঝাই ট্রাকে আগুন
রাত পোহাতেই বিদ্রোহের আগুন নিভে যায় ৷ আজ সকাল হতেই থমথমে হয়ে যায় গৌরবাজার এলাকা ৷ পরে বেআইনি বালির ট্রাক চলাচল নিয়ে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে ৷ তাদের বক্তব্য, পুলিশ বেআইনি ট্রাক চলাচলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে বিক্ষোভকারীদের উপর চড়াও হচ্ছে ৷
স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও নেতাদের যোগসাজশে এই এলাকা দিয়ে রাতদিন প্রায় ৪০০-৫০০ বেআইনি বালি বোঝাই গাড়ি যাতায়াত করে । এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা ৷
Last Updated : Dec 2, 2019, 4:12 PM IST