দুর্গাপুর, 9 জুন: বুধবার ভোররাত থেকে অভিযান চালিয়ে বেআইনি বালি বোঝাই 14টি লরি আটক করলেন কাঁকসা ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মীরা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর বীরভূম থেকে বেআইনিভাবে বালিবোঝাই লরিগুলি পানাগড়ের দিকে আসছিল ৷
সেই সময় কাঁকসা ট্র্যাফিক গার্ডের পুলিশ কর্মীরা লরিগুলিকে দাঁড় করাতে গেলে পুলিশকে দেখে লরির চালক ও খালাসিরা পালানোর চেষ্টা করেন । বেআইনিভাবে লরিতে করে বালি পাচারের অভিযোগে কাঁকসা ট্র্যাফিক গার্ডের পুলিশ 8 জন লরিচালককে গ্রেফতার করলেও বাকিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ।