পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কাঁকসায় বেআইনি বালি বোঝাই 14 লরি আটক, গ্রেফতার 8 - বালি বোঝাই লরি আটক

কাঁকসায় অভিযান চালিয়ে বেআইনি বালি বোঝাই 14টি লরি আটক করল পুলিশ । বুধবার পানাগড়ে অভিযান চালায় পুলিশ ৷

illigal 14 trucks loaded with sand detained at durgapur
কাঁকসায় বেআইনি বালি বোঝাই 14 লরি আটক, গ্রেফতার 8

By

Published : Jun 9, 2021, 5:53 PM IST

দুর্গাপুর, 9 জুন: বুধবার ভোররাত থেকে অভিযান চালিয়ে বেআইনি বালি বোঝাই 14টি লরি আটক করলেন কাঁকসা ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মীরা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর বীরভূম থেকে বেআইনিভাবে বালিবোঝাই লরিগুলি পানাগড়ের দিকে আসছিল ৷

সেই সময় কাঁকসা ট্র্যাফিক গার্ডের পুলিশ কর্মীরা লরিগুলিকে দাঁড় করাতে গেলে পুলিশকে দেখে লরির চালক ও খালাসিরা পালানোর চেষ্টা করেন । বেআইনিভাবে লরিতে করে বালি পাচারের অভিযোগে কাঁকসা ট্র্যাফিক গার্ডের পুলিশ 8 জন লরিচালককে গ্রেফতার করলেও বাকিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ।

আরও পড়ুন:নিউটাউনে এসটিএফ-দুষ্কৃতী গুলির লড়াই, হত 2

বুধবার বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া 8 জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details