দুর্গাপুর, 29 এপ্রিল : দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে লকডাউন উপেক্ষা করেই অজয় নদ থেকে নিয়মিত বালি তোলা হচ্ছে । এরপরই বালিঘাটে পুলিশ- প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
পাণ্ডবেশ্বর থানা এলাকার বেলডাঙায় সরকার অনুমোদিত বালিঘাট রয়েছে । অভিযোগ, নির্দেশিকা উপেক্ষা করে এই ঘাটগুলি থেকে বালি তুলছে অবৈধ কারবারিরা । আর সেই বালি মজুত করা হচ্ছে একাধিক জায়গায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, বালি মাফিয়ারা জানেন সামনে বর্ষাকাল । তাই এই ঘাটগুলি থেকে আর বালি তোলার অনুমোদন দেবে না জেলা প্রশাসন । সেই কারণে লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন বালি উত্তোলন চলছে এই এলাকায়। তাঁদের অভিযোগ, সব দেখেও নীরব প্রশাসন।