দুর্গাপুর, 1 এপ্রিল : বেআইনি কয়লা কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই ৷ তারমধ্যেই 3টি বেআইনি কয়লা বোঝাই গাড়ি আটক করল দুর্গাপুর কাঁকসা থানার পুলিশ ৷ বেআইনি কয়লা পাচারের অভিযোগে 3টি লরির চালককে গ্রেফতার করেছে পুলিশ (Illegal Coal Seized in Durgapur)৷
জানা গিয়েছে, 2 নম্বর জাতীয় সড়কে রাতে অভিযান চালিয়ে কাঁকসায় তিনটি জায়গা থেকে কয়লা বোঝাই করা 3টি লরি আটক করেছে । লরির চালকদের জিজ্ঞাসাবাদ করে বৈধ কাগজ না থাকায় 3টি কয়লা বোঝাই লরি আটক করা হয় । গ্রেফতার করা হয় 3 জন লরি চালককে । ধৃতরা হল গলসির বাসিন্দা গফুর শেখ, আসানসোল কুলটির বাসিন্দা রামকুমার সাউ ও বাঁকুড়ার বাসিন্দা উত্তম গোরেকে ।