দুর্গাপুর, 22 সেপ্টেম্বর: বে-আইনি কয়লা পাচারকাণ্ডে ইডি ও সিবিআই তদন্ত অব্যাহত ৷ তদন্তকারীদের আতসকাঁচে একাধিক নেতারা ৷ আসানসোল ও দুর্গাপুর মহকুমার বেশ কিছু অবৈধ কয়লা কারবারি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। পুলিশের চোখে ধুলো দিতে কখনও দুধের গাড়িতে আবার কখনও ফলের গাড়িতে করে চলছে কয়লা পাচার। এবার বস্তা-বস্তা কয়লা উদ্ধার হল যাত্রীবাহী দূরপাল্লার বাস থেকে (Illegal Coal Seized from a Long Route Bus)। অন্ডাল থানার অন্তর্গত অন্ডাল গ্রাম মোড়ের 19 নম্বর জাতীয় সড়কের ঘটনা ৷
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আজ আসানসোল থেকে বর্ধমানগামী একটি সুপার বেসরকারি বাসে তল্লাশি চালায় অন্ডাল ট্রাফিক দফতরের পুলিশ ৷ অন্ডাল ট্রাফিক ওসি এবং অন্ডাল থানার পুলিশের যৌথ অভিযানে প্রায় তিন টন কয়লা উদ্ধার করে ওই দূরপাল্লার বাস থেকে। বাসটি যাত্রী-বোঝাই থাকায় বাসের চালক, খালাসিদের ছেড়ে দেওয়া হলেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । তবে আসানসোল মহকুমা থেকেই কয়লা আসছিল বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা ৷