পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হিন্দু হলেই দেশের নাগরিক, দেখাতে হবে না কাগজ, চেহারা দেখেই চেনা যাবে : সায়ন্তন - NPR

BJP নেতা সায়ন্তন বসু বলেন, "হিন্দু হলেই যে ভারতের নাগরিক হবেন, এ'টা বলতে আমার মোটেই কুণ্ঠা নেই ৷ সেক্ষেত্রে কোনও কাগজপত্র দেখাতে হবে না ৷ চেহারা দেখে বোঝা যাবে আপনি হিন্দু ৷"

Sayantan Basu
সায়ন্তন বসু

By

Published : Jan 24, 2020, 4:50 AM IST

Updated : Jan 25, 2020, 12:29 AM IST

দুর্গাপুর, 24 জানুয়ারি : হিন্দু হলেই দেশের নাগরিক ৷ সেক্ষেত্রে কাগজও দেখাতে হবে না ৷ গতকাল দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে BJP-র একটি জনসভায় যোগ দিতে দুর্গাপুরে গেছিলেন তিনি ৷

নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে সায়ন্তনবাবু বলেন, "আপনি হিন্দু হলেই ভারতের নাগরিক ৷ এ'টা ধরে রাখতে পারেন ৷ এনিয়ে সন্দেহের কিছু নেই ৷ হিন্দু এমনিতেই ভারতের নাগরিক ৷ যারা অত্যাচারিত হয়ে এসেছেন তারাও নাগরিক ৷ হিন্দু হলেই যে ভারতের নাগরিক হবেন, এ'টা বলতে আমার মোটেই কুণ্ঠা নেই ৷ সেক্ষেত্রে কোনও কাগজপত্র দেখাতে হবে না ৷ চেহারা দেখে বোঝা যাবে আপনি হিন্দু ৷"

হিন্দু হলেই নাগরিক, দেখাতে হবে না কাগজ বললেন BJP নেতা সায়ন্তন বসু

সেইসঙ্গে CAA, NRC, NPR ইশুতে রাজ্যের শাসকদলসহ CPI(M) এবং কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন ৷ বলেন, "মিথ্যা কথা বলছে ওরা ৷ NPR-এ বাবা, মা-র জন্মস্থান, জন্ম তারিখ অপশনাল ৷ কিন্তু ওরা বলছে বাধ্যতামূলক ৷ NRC হলে সবাইকে তাড়িয়ে দেওয়া হবে এমন কোনও প্রস্তাব ভারত সরকার কোথাও দেয়নি ৷ CAA হিন্দু উদ্বাস্তু বাঙালি পরিবারগুলির জন্য ৷ আজ ওদের একজন নেতা বলেছেন নেতাজি থাকলে CAA, NRC হত না ৷ এতো মূর্খ ৷ নেতাজি থাকলে তো দেশটা ভাগও হত না ৷ আর দেশটা যদি ভাগ না হত তাহলে CAA-এর প্রয়োজন কোথায় ছিল ৷ "

ক'দিন আগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল BJP-কে গরুদের দল বলে কটাক্ষ করেছিলেন ৷ এ প্রসঙ্গে সায়ন্তনবাবু বলেন, "আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের এই সার্টিফিকেট দিয়েছে ৷ অনুব্রত মণ্ডল সম্পর্কে লোকের ধারণা তিনি ক্রিমিনাল ৷ আমরা অন্তত ক্রিমিনালদের দল নই ৷ আমরা গোরুদের দল হতে রাজি আছি ৷ কিন্তু পাকিস্তানের এজেন্ট বা ক্রিমিনালদের দল হতে রাজি নই ৷ "

Last Updated : Jan 25, 2020, 12:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details