দুর্গাপুর, 3 ফেব্রুয়ারি : দুর্গাপুর থানার অন্তর্গত সেপকো টাউনশিপ এলাকা থেকে উদ্ধার মানুষের কঙ্কাল। আজ বিকেলে ওই টাউনশিপের একটি প্লটে কঙ্কালটি প্রথম দেখতে পান স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় দুর্গাপুর থানায় ৷ ঘটনাস্থানে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই কঙ্কালটিকে ল্যাবরেটারিতে পাঠানো হয়েছে ৷
স্থানীয় সূত্রে খবর, সোপকো টাউনশিপের 3এ/3 নম্বর স্ট্রিটের এক বাসিন্দা প্রথম কঙ্কালটি দেখতে পান ৷ আজ বিকেলে ওই প্লটের একটি কুলগাছ থেকে কুল পাড়ার সময় মানুষের মাথার খুলি দেখতে পান ওই ব্যক্তি । তারপরই এলাকায় খবরটি জানাজানি হয় ৷ খবর দেওয়া হয় দুর্গাপুর থানায় ৷