পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Unnatural Death: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী-সহ ধৃত চার - Pandbeshwar

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে ৷ গতকাল রাতে ঘরের মধ্যে থেকে রেণুকা বাদ্যকরের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ এই ঘটনায় মৃতের দাদা তাঁর বোনকে খুনের অভিযোগ করেছেন শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷

house-wifes-unnatural-death-in-pandbeshwar-durgapur
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ মৃতের দাদার

By

Published : Nov 18, 2021, 1:00 PM IST

Updated : Nov 18, 2021, 4:51 PM IST

পাণ্ডবেশ্বর, 18 নভেম্বর : গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ৷ মঙ্গলবার গভীর রাতে রেণুকা বাদ্যকর নামে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পাণ্ডবেশ্বর থানার রামনগরের ধাওড়া এলাকায় ৷ এই ঘটনায় রেণুকার শ্বশুরবাড়ির তরফে বলা হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন ৷ তবে রেণুকার দাদার অভিযোগ, তাঁর বোনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় রেণুকার স্বামী সমীর বাদ্যকরের বিরুদ্ধে বিবাহ বহির্ভুত সম্পর্কের অভিযোগ করেছেন রেণুকার দাদা বিশু বাদ্যকর ৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে ৷

প্রসঙ্গত, বছর দুই আগে দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের কেন্দ্রা এলাকার বাসিন্দা রেণুকা বাদ্যকরের সঙ্গে বিয়ে হয় রামনগরের ধাওড়ার বাসিন্দা সমীর বাদ্যকরের ৷ ছ’মাস আগে দম্পতির এক সন্তান হয় ৷ আর তারপর গতকাল মাঝরাতে রেণুকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ রেণুকার শ্বশুরবাড়ির তরফে দাবি করা হয়েছে, রেণুকার সঙ্গে তাঁদের বা সমীরের কোনও সমস্যা ছিল না ৷ মানসিক কারণেই নাকি তিনি আত্মহত্যা করেছেন ৷ তবে, রেণুকার শ্বশুরবাড়ির এই দাবি মানতে নারাজ তাঁর দাদা বিশু বাদ্যকর ৷ তাঁর অভিযোগ, বোনের স্বামী এবং তাঁর শ্বশুরবাড়ির লোকজন মিলে রেণুকাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে ৷

আরও পড়ুন : Crime : কুলটিতে নাতনির জন্মদিনের পার্টিতে শূন্যে গুলি, ভাইরাল ভিডিয়ো

বিশু বাদ্যকর এনিয়ে পাণ্ডবেশ্বর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন, সমীর বাদ্যকরের বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক রয়েছে ৷ সেই সম্পর্কের জন্য তাঁর বোনের সঙ্গে সমীরের প্রায়ই অশান্তি হত ৷ তাই পথের কাঁটা সরাতেই তাঁর বোনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিশু বাদ্যকর ৷ পাণ্ডবেশ্বর থানার তরফে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়ে ৷ বিশু বাদ্যকরের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ পুলিশ মৃতের স্বামী-সহ রেণুকা বাদ্যকরের শ্বশুরবাড়ির 4 জনকে গ্রেফতার করেছে ৷

Last Updated : Nov 18, 2021, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details